জিম্বাবুয়ে থেকেই বাবা হারানোর দুঃসংবাদ শুনলেন টাইগার ক্রিকেটার

জিম্বাবুয়ে থেকেই বাবা হারানোর দুঃসংবাদ শুনলেন টাইগার ক্রিকেটার

খেলাধুলা

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের দলে আছেন আমিনুল ইসলাম। জিম্বাবুয়ের হারারে থেকেই শুনলেন বাবা হারানোর দুঃসংবাদ। ২১ বছর বয়সী তরুণ লেগ স্পিনার আমিনুলের বাবা আবদুল কুদ্দুস হৃদরোগে ভুগছিলেন। অসুস্থ ছিলেন অনেকদিন ধরেই। আজ শারীরীক অবস্থার অবনতি হলে

 

 

 

তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে আবদুল কুদ্দুসের বয়স হয়েছিল ৬২ বছর। এসব তথ্য জানান বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম।

 

 

আমিনুলের বাবার মৃত্যু সংবাদ পেয়ে তাকে যত দ্রুত সম্ভব হারারে থেকে দেশে পাঠানোর চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। টি–টোয়েন্টি দলে থাকলেও আজ বৃহস্পতিবার সিরিজের প্রথম টি–টোয়েন্টির একাদশে ছিলেন না আমিনুল।

২০১৯ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর বাংলাদেশ দলের হয়ে এখন পর্যন্ত ৭টি টি–টোয়েন্টি ম্যাচ খেলে আমিনুলের উইকেট ১০টি। তার বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি।