বিশ্বকাপ ট্রফি আজ আসছে, থাকছে কনসার্টের আয়োজন

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক : শুরুর অপেক্ষায় ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ বিশ্বকাপ ফুটবল। আগামী নভেম্বরের ২১ তারিখে কাতারে পর্দা উঠবে বিশ্বকাপের। তার আগে বিশ্বকাপ ট্রফি ঘুরবে গোটা বিশ্বে। সে অনুযায়ী বাংলাদেশেও আসবে ট্রফি।

আজ ৮ জুন ঢাকা আসছে বিশ্বকাপ ট্রফি। এ উপলক্ষে জাঁকজমক আয়োজন হতে যাচ্ছে ঢাকায়। শুধু বিশ্বকাপ ট্রফি আসাতেই শেষ না, থাকছে ফিফার কমার্শিয়াল পার্টনার কোকাকোলার আয়োজনে একটি কনসার্টও।

প্রায় দুই দিনের সফরের প্রথম দিনে তিনটি প্রোগ্রাম রয়েছে। প্রথম দিন বিকেল ৪টায় রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবনে নেওয়া হবে ট্রফি। এরপর নেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে। এ ছাড়া বাফুফে নৈশভোজের আয়োজন করেছে ট্রফি আসা উপলক্ষে।

এ নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘বুধবার ট্রফিটি ঢাকায় এসে পৌঁছাবে। এরপর বিকেলের দিকে মহামান্য রাষ্ট্রপতির বাসভবনে নেওয়া হবে। সন্ধ্যার পর মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবনে। সংসদ অধিবেশন চলমান থাকায় সময় কিছুটা আগে-পরে হতে পারে।’

দ্বিতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবারে সকাল থেকে দুপুর পর্যন্ত ট্রফিটি রাখা হবে হোটেল রেডিসনে। এ সময় ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন বাফুফের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা। পরে বিকেলে ট্রফি নিয়ে যাওয়া হবে বনানীর আর্মি স্টেডিয়ামে। সেখানে ট্রফি প্রদর্শনের সঙ্গে কনসার্ট অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ফিফার ৭ সদস্য (৮ জুন) সকাল ১১টায় ট্রফি নিয়ে হাজির হবেন ঢাকায়। এদের মধ্যে রয়েছেন ১৯৯৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের মিড ফিল্ডার ক্রিস্টিয়ান কারেম্বু। তাদের বরণ করতে বিমান বন্দরে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের।

উল্লেখ্য, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের আগে ২০১৩ সালে ট্রফি এসেছিল বাংলাদেশে । তার লম্বা সময় পর ২০২২ কাতার বিশ্বকাপ উপলক্ষে আবারও আসছে ট্রফিটি।