সোনালী ব্যাংকের ১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা

জাতীয় বাংলাদেশ

ঋণের নামে সোনালী ব্যাংকের ১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মেসার্স স্টার সী ফুড ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সালাহউদ্দীন ও সোনালী ব্যাংকের খুলনা জেলা করপোরেট শাখার গোডাউন কিপার মো. আব্দুল মান্নান হাওলাদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. শাওন মিয়া বাদী হয়ে গত বুধবার এই কার্যালয়ে মামলটি দায়ের করেন। এজাহারে বলা হয়, স্টার সী ফুড ইন্ডাষ্ট্রিজ প্লেজ গোডাউনে মাছ না রেখে ভুয়া প্লেজ দেখিয়ে ব্যাংকের ওই শাখা থেকে ঋণ গ্রহণ করে। পরে আসামিরা

পরস্পর যোগসাজসে প্রতারণা ও সরকারের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করে ১৮ কোটি ৫০ লাখ টাকা আত্মসাৎ করেন। এজাহারে আসামি দুজনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, যা শাস্তিযোগ্য অপরাধ।

পরস্পর যোগসাজসে প্রতারণা ও সরকারের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করে ১৮ কোটি ৫০ লাখ টাকা আত্মসাৎ করেন। এজাহারে আসামি দুজনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা