বন্ধুসভার তরুণরা অংশ নিলেন কাতার সমুদ্রসৈকত পরিচ্ছন্নতায়

বন্ধুসভার তরুণরা অংশ নিলেন কাতার সমুদ্রসৈকত পরিচ্ছন্নতায়

আন্তর্জাতিক

প্রথম আলো বন্ধুসভা কাতার শাখার সদস্যদের উদ্যোগে কাতারের উত্তর সীমান্তবর্তী শহর শামাল শহরে সাগরসৈকত পরিচ্ছন্নতা কার্যক্রম পালিত হয়েছে। ৩ সেপ্টেম্বর শুক্রবার বিকালে দোহা থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে সাগরসৈকতে এই কর্মসূচী পালিত হয়।

 

দোহা এনভারনমেন্টাল অ্যাকশনস প্রজেক্টের সাথে যৌথভাবে শামাল বিচের ২৩২ জুবারা পয়েন্টে সমুদ্রতীরের বিভিন্ন অংশে পরিচ্ছন্নতার কাজে অংশ নেন বন্ধুসভার ২০ জন সদস্য। করোনাভাইরাস নিয়ন্ত্রণে কাতার সরকারের গৃহীত নীতি অনুসারে সীমিত পরিসরে এই কর্মসূচীর আয়োজন করা হয়।

 

 

 

বন্ধুসভা কাতার-এর এই আয়োজনে সার্বিক তদারকি করেন আহবায়ক মিজানুর রহমান ও সদস্য সচিব আবজল আহমদ।উপদেষ্টা তামীম রায়হানসহ অন্যান্যের মধ্যে এতে অংশ নেন মো. নাহিদ ইসলাম, বোরহানউদ্দীন, শাকিল আহমদ, মোহাম্মদ নাসিম, আহসান হোসাইন, সিফাত খান, মো. হারেছ, সাজেদুল মাওলা, শাহজালাল, কামরুল হুদা, মোহাম্মদ সালমান, ফরহাদ মিয়া, রাতুল মিয়া, ইসমাইল আলী, নাইম হোসাইন, নুরুল আবছার প্রমুখ।

 

 

এই আয়োজনে পরিবহন খাতে বিশেষ সহযোগিতা করেছেন কাতারের তরুণ ব্যবসায়ী ও উদ্যোক্তা রাকিবুল হাসান। সাগরসৈকত পরিচ্ছন্নতা কর্মসূচীর পর সদস্যদের সম্মানে সান্ধ্যকালীন বারবিকিউ উৎসবের আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে।

 

 

প্রাণখোলা আড্ডা এবং সম্মিলিত কণ্ঠে গানসহ নানারকম বিনোদনমূলক আয়োজনে আনন্দমুখর সময় কাটান বন্ধুসভার বন্ধুরা। প্রবাসে কর্মব্যস্ত জীবনে নানা প্রতিকূলতা সত্ত্বেও কাতারের পরিবেশ সুরক্ষার এমন চমৎকার কাজে অংশ নিতে পেরে গর্বিত প্রথম আলো বন্ধুসভা কাতার শাখা।