এবার রক্ত পানি করা পরিশ্রম করেছি- নুসরাত ফারিয়া

এবার রক্ত পানি করা পরিশ্রম করেছি- নুসরাত ফারিয়া

বিনোদন

ঢাকা-কলকাতা দুই বাংলায় পরিচিত চিত্র”নায়িকা নুসরাত ফারিয়া। সিনেমার পাশাপাশি কণ্ঠে গান তুলেও পেয়েছে পরিচিতি। এবার প্র’কাশ‌্যে এলো নুসরাত ফারিয়ার আলোচিত গান ‘হাবিবি’। রোববার (৭ নভেম্বর) দু’পুরে ডিজিটাল প্ল‌্যাটফর্মে মুক্তি পেয়েছে তার সাড়ে তিন মিনিট দৈর্ঘ‌্যের গানের ভিডি’ও।

 

কণ্ঠ দেয়ার পাশাপাশি এতে আগের দুটি গানের মতোই পারফর্মও করেছেন এই তারকা অভি’নেত্রী। গানটির কথা লিখেছেন নূর নবী ও সুর করে’ছেন আদিব কবির। গানটির ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন কলকাতার বাবা যাদব। কল”কাতার জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের ইউটিউব চ্যানেলে গানটি প্রকা’শিত হয়েছে। গানের পাশাপাশি ফারিয়ার দুর্দান্ত নাচ দর্শকের নজর কেড়েছেন। গান’টি মুক্তির পর ফারিয়ার ভক্ত-অনুরাগীরা মন্তব্য করে তাদের অভি’ব‌্যক্তি প্রকাশ করছেন।

 

 

 

‘হাবিবি’ পপ অ্যারাবিক ফিউশন। অক্টোবরের মাঝা”মাঝি সময়ে মুম্বাই থেকে শতাধিক কিলোমিটার দূরে এক রাজপ্রাসাদে গানটির দৃশ‌্যধা’রণের কাজ হয়েছে। শুটিংয়ের আগে তিনদিন গ্রুমিং হয়েছে। মুম্বাইয়ের ২০ জন ছেলে’মেয়ে এতে পারফর্ম করেছেন। ব্যায়বহুল এই মিউজিক ভিডিওটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত ছিলে’ন নুসরাত ফারিয়া। অনলাইন, অফলাইনে গানটির প্রচার-প্রচার’ণায় দারুণ সরব ছিলেন তিনি। ডিজিটাল প্ল‌্যাটফর্মে মুক্তির পরপরই দারুণ সাড়া’ও মিলেছে। তবুও মন খারাপ নায়িকার। ফারিয়ার ভাষ্য, ‘টেকনি’ক্যাল একটা প্রবলেম হচ্ছে। এটা কেন হচ্ছে আমরা বুঝতে পারছি না। কারণ অনুস’ন্ধানে দু একটা মাধ্যমে কাজ করছি। ভারত থেকে কোনো সমস্যা হচ্ছে না। সমস্যাটা হচ্ছে বাংলা”দেশে।

 

 

এ জন্য কিছুটা মন খারাপ। দর্শকদের বলবো, সমস্যাটা নিশ্চয়ই সাময়িক। নিশ্চয়ই সম’স্যাটি কাটিয়ে উঠবো আমরা।’ এই গানের জন্য অক্লান্ত পরিশ্রম করে’ছেন ফারিয়া। এমন কঠোর পরিশ্রমের কথা কখনোই ভুলতে পারবেন না এই অভি”নেত্রী। ফেসবুকে দেওয়া একটি পোস্টে ফারিয়া লিখেছেন, ‘এবার আমি আসলেই রক্ত পা’নি করা পরিশ্রম করেছি। আমার জীবনের এই তিন সপ্তাহ সব’সময় মনে রাখব।’