গভীর রাতে হেলিকপ্টারে চেপে বাড়ি ছাড়লেন ইমরান খান

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: অনেক জল্পনা-কল্পনার পর শেষ পর্যন্ত অনাস্থা ভোটেই বিদায় নিতে হলো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে। এদিকে বাংলাদেশ সময় শনিবার রাত একটার পরপরই পাকিস্তানের সংসদ অধিবেশনে ওই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ভোটে জাতীয় পরিষদের ৩৪২ জন সদস্যের মধ্যে ১৭৪ জন সদস্য ইমরান খানের প্রতি অনাস্থা ভোট দেন।

অনাস্থা ভোটে হারের পরপরই শনিবার গভীর রাতে একটি হেলিকপ্টারে চেপে বাড়ি ছাড়েন ইমরান খান। তিনি ইসলামাবাদের বানি গালায় গিয়েছেন বলে পাক সংবাদ মাধ্যমের দাবি। যদিও ইমরান বা অফিসিয়াল তরফ থেকে এবিষয়ে নিজে কিছু জানাননি। তবে জিও নিউজের সাংবাদিক মুর্তজা আলি শাহ তার টুইটার হেন্ডেলে রাত ১.৪০ মিনিটে একটির ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে বাড়ি থেকে একটি হেলিকপ্টার উড়ে যেতে।

বিরোধীদের অনাস্থা ঠেকাতে সবরকম ভাবে চেষ্টা চালিয়েছিলেন ইমরান খান। গত ৩ এপ্রিল আস্থা ভোটের কথা থাকলেও শেষ মুহূর্তে খেলা ঘুরিয়ে দেন তিনি। রাতারাতি সে দেশের জাতীয় সংসদ ভেঙে দেওয়ার সুপারিশ রাষ্ট্রপতির কাছে করেন এবং নতুন ভাবে ভোটের জন্যে প্রস্তুতি নেওয়ার কথা বলেন ইমরান। কিন্তু পাকিস্তান সুপ্রিম কোর্টের নির্দেশে আস্থা ভোটের মুখোমুখি শেষ পর্যন্ত হতেই হয় ইমরান খানকে। সূত্র : জিও নিউজ