পাকিস্তানের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম!

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: অনেক জল্পনা-কল্পনার পর শেষ পর্যন্ত অনাস্থা ভোটেই বিদায় নিতে হলো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে। এদিকে বাংলাদেশ সময় শনিবার (৯ এপ্রিল) রাত দেড়টার দিকে পাকিস্তানের সংসদ অধিবেশনে ওই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ভোটে জাতীয় পরিষদের ৩৪২ জন সদস্যের মধ্যে ১৭৪ জন সদস্য ইমরান খানের প্রতি অনাস্থা ভোট দেন।

দেশটির ইতিহাসে প্রথম কোনো প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে হলো। একইসঙ্গে পাকিস্তানের নির্বাচিত একজন প্রধানমন্ত্রীও এখন পর্যন্ত মেয়াদ পূর্ণ করতে পারননি।

এদিকে ইমরান খানের পর কে হতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, এ নিয়ে চলছে আলোচনা। শোনা যাচ্ছে, পাকিস্তানের পরিবর্তে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ও পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) সভাপতি শাহবাজ শরিফ।

অনাস্থা ভোটে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর জাতীয় পরিষদে ভাষণে শাহবাজ শরিফ বলেন, আমরা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রতিশোধ না। পাকিস্তানে সুদিন ফিরতে চলেছে বলেও মন্তব্য করেন তিনি।

শাহবাজের পুরো নাম মিয়া মোহাম্মদ শাহবাজ শরিফ। তিনি নেওয়াজ শরিফের ছোট ভাই। বড়ভাই নওয়াজ দেশ ছাড়ার পর পাকিস্তান মুসলিম লিগের প্রেসিডেন্টের আসনে বসেন শাহবাজ। তখন থেকেই ভাইঝি মরিয়াম শরিফকে নিয়ে দল সামলান তিনি। ২০১৮ সালে তিনি ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য হন। শাহবাজের রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৯৭ সালে। শাহবাজ পাঞ্জাব প্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী। সূত্র: আল-জাজিরা