খালেদকে আইসিসির জরিমানা

খেলাধুলা

পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টের সময় দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় কাইল ভেরেনের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে বল ছুঁড়ে দেয়ায় বাংলাদেশের ডানহাতি পেসার খালেদ আহমেদকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

মঙ্গলবার (১২ এপ্রিল) আইসিসি জানিয়েছে, সেন্ট জর্জ পার্কে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে আইসিসি আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করায় খালেদকে এ জরিমানা করা হয়েছে।

খালেদ আইসিসি কোড অব কন্ডাক্টের ধারা ২.৯ লঙ্ঘন করেছেন। এই ধারা অনুযায়ী একজন খেলোয়াড় প্রতিপক্ষ দলের খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনো তৃতীয় ব্যক্তির দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে বল ছুঁড়ে মারলে দোষী বলে গণ্য হবে।

জরিমানার পাশাপাশি পেসারের একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে।

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ৯৫তম ওভারে এই ঘটনা ঘটে।

মাঠের আম্পায়ার মারাইস ইরাসমাস ও আল্লাহুদিন পালেকার, থার্ড আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক এবং চতুর্থ অফিসিয়াল বোঙ্গানি জেলে এ ব্যাপারে অভিযোগ তুলেছিলেন। খালেদ অপরাধ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।