ক্যাচ নিয়ে ধড়াম জাদেজা, সেই ভিডিও মুহুর্তেই ভাইরাল!

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক: চলছে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর আইপিএল। এদিকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রবীন্দ্র জাদেজা সিএসকে বনাম আরসিবি -দক্ষিণী ডার্বিতে নিয়ে নেন দীনেশ কার্তিকের ক্যাচ৷ আর আইপিএল ২০২২ – প্রথম জয় পেল সিএসকে৷ নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে এদিন দুরন্ত জয় পেল সিএসকে৷ আর অধিনায়ক রবীন্দ্র জাদেজার শাপমোচন হল৷ দীনেশ কার্তিক হতে পারেন গেমচেঞ্জার আর সেই কার্তিকের ক্যাচ ধরে নিয়ে নেন আর স্বস্তিতে মাঠেই ফ্রি ফল করে শুয়ে পড়েন৷

সিএসকে অধিনায়ক মাঠে ক্যাচ নিয়ে একেবার ধড়াম করে পড়ে যান৷ আর সেই ভিডিও ভাইরাল হয়ে যেতে এক মুহূর্তও সময় নেয়নি৷ আসলে এই পড়ে যাওয়াটা ক্যাচ ধরার সেলিব্রেশনের অঙ্গ ছিল৷ এই ম্যাচ জিতে সিএসকে চার ম্যাচে হারের পর এবারের আইপিএলে প্রথম জয় পেল৷ পাশাপাশি অধিনায়ক রবীন্দ্র জাদেজার অধিনায়ক হওয়ার পর প্রথম জয়৷

জাদেজা এদিনের জয়ের পর তাঁর প্রথম জয় উৎসর্গ করেন স্ত্রীকে৷ ম্যাচের শেষে কথা বলার সময় সিএসকে অধিনায়ক বলেন, ‘‘প্রথমেই অধিনায়ক হিসেবে এটা প্রথম জয়৷ আমি এই জয় আমার স্ত্রীকে উৎসর্গ করতে চাই কারণ প্রথম জয় সবসময়েই স্পেশাল৷ গত চার ম্যাচে আমরা জয়ের লাইন ক্রস করতে পারিনি৷ কিন্তু একটা দল হিসেবে আমরা ভাল৷’’

তিনি সিএসকে ব্যাটসম্যান রবিন উত্থাপ্পা এবং শিভম দুবের দুর্দান্ত ইনিংসের জন্য তাঁদের ভূয়সী প্রশংসা করেছেন৷ তাঁরা দুজনে যথাক্রমে ৮৮, ৯৫ রান করেন৷ তাঁদের ব্যাটে ভর দিয়েই ২০ ওভারে ৪ উইকেটে ২১৬ করে সিএসকে৷ হসরঙ্গা আরসিবি-র জন্য ২ উইকেট নেন৷

আরসিবি ২০ ওভারে ৯ উইকেট খুইয়ে ১৯৩ রান করতে পারে৷ রবীন্দ্র জাদেজা ম্যাচে ৩ উইকেট নিয়েছেন৷ এছাড়া মহেশ তিখাসানা সিএসকে ব্রিগেডের হয়ে ৪ উইকেট নেন৷ কার্তিককে এদিনের ম্যাচে ভয়ঙ্কর মনে হচ্ছিল৷ জাদেজা প্রচণ্ড চাপের মুহূর্তে এক দুরন্ত ক্যাচ ধরে ম্যাচে স্বস্তি ফেরান৷ শিভম দুবে ৯৫ রানের দুরন্ত ইনিংস খেলার জন্য ম্যান অফ দ্য ম্যাচ হন৷