প্রথম কার্যদিবসেই সকাল ৭ টায় অফিসে হাজির প্রধানমন্ত্রী শাহবাজ

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁর প্রথম কর্মদিবসে সাপ্তাহিক ছুটি দুই দিন থেকে কমিয়ে এক দিন করার নির্দেশ দিয়েছেন। অফিস শুরুর সময় সকাল ১০টার বদলে সকাল ৮টায় করারও নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রথম দিন কর্মদিবস ছিল গতকাল মঙ্গলবার। তিনি গত সোমবার পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

প্রধানমন্ত্রী শাহবাজ প্রথম কার্যদিবসে গতকাল সকাল ৭টায় হাজির হন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সকাল ৮টায় প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব বুঝে নেন। পবিত্র রমজান মাস উপলক্ষে সকাল ১০টায় অফিস সময় শুরু হওয়ায় তখনো অনেক কর্মীই অফিসে পৌঁছাননি। এত সকালে নতুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসার খবর পেয়ে তাঁরা তটস্থ হয়ে পড়েন।

পরে প্রধানমন্ত্রী শাহবাজ সকাল ১০টার পরিবর্তে সকাল ৮টায় অফিস শুরুর নির্দেশ দেন। পাশাপাশি সাপ্তাহিক ছুটি দুই দিন থেকে কমিয়ে এক দিন করার নির্দেশ দেন।প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মীদের সঙ্গে পরিচিত হওয়ার সময় শাহবাজ বলেন, পরিশ্রম, সততা ও জবাবদিহি তাঁর মূলমন্ত্র। জনগণের সেবা করাই তাঁর সর্বোচ্চ অগ্রাধিকার।

কঠোরভাবে নিয়ম মেনে চলায় নাম আছে শাহবাজ শরিফের। তিন দফায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তখন তাঁকে এভাবেই দেখেছে সবাই। এবারই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হলেন তিনি। তাঁর বড় ভাই নওয়াজ শরিফ তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। সূত্র : জিও নিউজ ও ডন