দুই দলের টানাটানি মুশফিক-মিরাজকে নিয়ে

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক : যার যার অবস্থানে দুর্দান্ত এই সময়ের কৃতি দুই টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। তবে জাতীয় দলের দুই তারকা ক্রিকেটারকে নিয়ে রীতিমতো টানাটানি শুরু করেছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দুই দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ। এবারের মৌসুমের জন্য তাদের দলে নিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব।

এদিকে মুশফিক-মিরাজের পাশাপাশি দলটিতে ছিল সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের মত তারকা ক্রিকেটাররা। মোহামেডানের লক্ষ্য ছিল এবারের ডিপিএলের শিরোপা জেতা। কিন্তু শিরোপা তো অনেক দূরে তারা সুপার লিগে উঠতে পারেনি।

১০ ম্যাচ খেলে সমান ৫টি জয় ও পরাজয় নিয়ে সপ্তমস্থানে থেকে লিগ শেষ করেছে মোহামেডান। জাতীয় দলের খেলা দেশে ফিরেছেন মুশফিক-মিরাজ। দল সুপার লিগ নিশ্চিত না করায় এবারের ডিপিএলে খেলার সুযোগ নেই তাদের।

এমন পরিস্থিতিতে মুশফিক-মিরাজকে ডিপিএলে খেলার সুযোগ করে দিতে লড়ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ। দুই দলই তাদেরকে পেতে চায়। এদিকে মৌখিক আলোচনায় দুই ক্রিকেটারকে ছাড়তে কোন আপত্তি দেখায়নি মোহামেডান।

এখন সবকিছু নির্ভর করছে প্রতিযোগিতার আয়োজক সিসিডিএমের ওপর। ডিপিএলের নিয়ম অনুযায়ী এক ক্লাবের চুক্তিবদ্ধ খেলোয়াড় অন্য ক্লাবের হয়ে খেলতে পারবে না। তবে বিশেষ বিবেচনায় এ অনুমতি দিতে পারে সিসিডিএম।