মাঝ আকাশে বিমানের এক যাত্রীর মোবাইল ফোনে আগুন, তারপর.

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক : মাঝ আকাশে বিমানের এক যাত্রীর মোবাইল ফোনে আগুন ধরে গেল। যা নিয়ে ছড়ালো আতঙ্ক। ভারতের ইন্টারগ্লোব এভিয়েশনের ডিব্রুগড়-নয়াদিল্লি ফ্লাইটে গত বৃহস্পতিবার এমনই অভিজ্ঞতার সম্মুখীন হলেন যাত্রীরা।

ডিব্রুগড় থেকে দিল্লির উদ্দেশে যাচ্ছিল ওই বিমান। ইন্ডিগোর ৬ই ২০৩৭ সেই ফ্লাইটে হঠাৎ দেখা যায় এক যাত্রীর মোবাইল ফোন জ্বলে উঠেছে। আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে তা থেকে। দেখেই সঙ্গে সঙ্গে ওই যাত্রীর কাছে ছুটে যান বিমান কর্মীরা। বিমানের অগ্নি নির্বাপন ব্যবস্থার সাহায্যে দ্রুত সেই আগুন নিভিয়ে দেন।

বিমান কর্মীদের তৎপরতার ফলেই এ যাত্রা বেঁচে যায় বিমানটি। আগুন যদি কোনওভাবে অন্য কোথাও ছড়িয়ে পড়ত, তবে আকাশের মাঝেই বড় বিপদে পড়তে হত ইন্ডিগোর বিমানটিকে। মোবাইলে আগুন লাগতে দেখে যাত্রীরাও যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে এদিনের ঘটনায় তেমন কোনও বিপদ হয়নি। দ্রুত আগুন নিভিয়ে ফেলা গেছে। নির্বিঘ্নেই বিমানটি দিল্লিতে নেমেছে।

পরে ইন্ডিগোর তরফে বিষয়টি জানানো হয়েছে একটি বিবৃতি দিয়ে। তাদের বিমানের ক্রু মেম্বারদের প্রশিক্ষণ উন্নত মানের, তাই বিপদ হয়নি, সেকথাই জানিয়েছে ইন্ডিগো। অবশ্য কেন কীভাবে মাঝ আকাশে ওই যাত্রীর ফোনে আগুন লেগে গেল তার সঠিক কারণ জানা যায়নি।