অনিশ্চয়তায় মুখে আইপিএল, কোয়ারেন্টাইনে পুরো দল

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক : তাহলে কি বন্ধ হতে চলেছে কোটির টাকার টুর্নামেন্ট? কারণ আইপিএলে আবারও করোনা থাবা বসিয়েছে। এবার আক্রান্ত দিল্লির এক ক্রিকেটার। দিল্লি ক্যাপিটালসের ওই ক্রিকেটারের রিপোর্ট পজিটিভ এসেছে। এবার RT-PCR পরীক্ষা হবে তার। তারপরই তার রিপোর্ট সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে, আপাতত গোটা দল কোয়ারেন্টাইনে।

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলার জন্য সোমবারই দিল্লি থেকে পুণে উড়ে যাওয়ার কথা ছিল দিল্লির তারকাদের। সেই সফর আপাতত বাতিল করা হয়েছে। যদি শেষপর্যন্ত দিল্লি ক্যাপিটালসের ওই ক্রিকেটারের RT-PCR টেস্টের রিপোর্ট পজিটিভ আসে, তাহলে তিনি দিল্লি দলের তৃতীয় সদস্য হিসাবে করোনার কবলে পড়বেন। দুই দিন আগে দলের ফিজিও প্যাট্রিক ফারহার্ট প্রথম এই ভাইরাসের কবলে পড়েন। এরপর দলের এক ম্যাসিওর করোনায় আক্রান্ত হয়। এবার এক ক্রিকেটারের আক্রান্ত হওয়ার খবর মিলল। যা গোটা টুর্নামেন্টকে অনিশ্চয়তায় মুখে ফেলে দিল।