ইসরাইলের হামলা; ফিলিস্তিনের প্রেসিডেন্টকে পুতিনের ফোন

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে ইসরাইলের হামলার পর বর্তমান পরিস্থিতি কেমন সে বিষয়ে খোঁজ নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করে এ বিষয়ে আলোচনা করেন। খবর আনাদোলুর। টেলিফোন আলাপে পুতিন আশা প্রকাশ করেন, জেরুজালেমে যাতে বড় ধরনের কোনো সংঘাত বা উত্তেজনা না ছড়ায়।

ক্রেমলিন সোমবার এক বিবৃতিতে পশ্চিমতীর ও জেরুজালেম নিয়ে দুই নেতার এ আলোচনার কথা জানিয়েছে। এ সময় পুতিন বলেন, ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে সরাসরি আলোচনাই এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে পারে।

পুতিন ও আব্বাস দুই দেশের মধ্যে ব্যাবসা-বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা করেন। ২০০২ সালে মধ্যপ্রাচ্যের পক্ষগুলোর সঙ্গে আলোচনায় বসেছিল জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। পশ্চিমতীর ও জেরুজালেমের পরিস্থিতি নিয়ে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবোনের সঙ্গেও আলোচনা করেছেন বলে বিবৃতিতে জানানো হয়।

উল্লেখ্য, ১৯৬৭ সালের ৬ দিনের আরব-ইসরাইল যুদ্ধের পর পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরাইল। পবিত্র আল-আকসা পূর্ব জেরুজালেমে অবস্থিত। ১৯৮০ সালে ইহুদিবাদী দেশটি গোটা জেরুজালেমই জবরদখল করে নেয়। তখন থেকেই তারা আন্তর্জাতিক আইনভঙ্গ করে ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে ইসরাইল।