জয় দিয়ে এশিয়ান গেমসের বাছাই শুরু বাংলাদেশের

খেলাধুলা

করোনার কারণে এশিয়ান গেমস স্থগিত হয়ে গেছে। তবে চলছে বাছাইপর্ব। ইন্দোনেশিয়াকে হারিয়ে সেই বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ হকি দল। আজ শনিবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বাছাইপর্বে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ।

দুই গোল খেয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও ইন্দোনেশিয়া আর পেরে ওঠেনি।
ম্যাচের ৯ম মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে এগিয়ে নেন সারোয়ার। ২৩তম মিনিটে ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন মিমো। এতেই ম্যাচ চলে আসে বাংলাদেশের নিয়ন্ত্রণে। তবে ৩৯তম মিনিটে আন্দ্রেয়ার গোলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইন্দোনেশিয়া। পরের মিনিটেই রাব্বীর ফিল্ড গোলে ব্যবধান ব্যবধান ৩-১ হয়ে যায়।

এশিয়ান র‌্যাংকিংয়ের শীর্ষ ছয়টি দল সরাসরি এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে খেলবে। বাছাই পর্ব থেকে জায়গা পাবে ৬টি দল। এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হওয়ারয় বাছাই খেলার কথা ছিল না বাংলাদেশের। কিন্তু নিয়ম বদলে যাওয়ায় বাছাইয়ে খেলতেই হচ্ছে। শনিবারের ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের রেজাউল করিম বাবু।