ঘূর্ণিঝড় অশনির প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টি

বাংলাদেশ

বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় অশনির প্রভাবে পটুয়াখালীসহ উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। সোমবার (৯ মে) সকাল ৯ টা পর্যন্ত জেলায় ৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, রোববার রাত থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে। এটি আগামী পাঁচদিন অব্যাহত থাকবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া কারণে সাগর কিছুটা উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার সব ট্রলার ও নৌকাকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় ‘আসানি’তে রূপ নিয়েছে গভীর নিম্নচাপ, ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ঘূর্ণিঝড়ের বিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এখন ২ নম্বর সতর্ক সংকেত চলছে। সাধারণত ৪ নম্বর সংকেত জারি হলে সভা আহ্বান করা হয়। এরপরও ইউএনওদের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে।