ফর্ম ফিরে পেতে কোহলিকে দারুণ এক পরামর্শ দিলেন মাইকেল ভন

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক: কেন জানি হচ্ছে না, বিরাট কোহলির কাছ থেকে প্রত্যাশা অন্যদের তুলনায় অনেক বেশি। আর এমনটি আশা করাই তো স্বাভাবিক। তবে এই মুহুর্তে বিরাট কোহলিকে নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের চিন্তা অব্যাহত।

ম্যাচের পর ম্যাচ ব্যর্থ হচ্ছেন তিনি, পঞ্জাবের বিরুদ্ধে গত ম্যাচেও বড় রান করতে পারলেন না বিরাট। ওপেনিং খারাপ হওয়ায় ম্যাচটা হারতে হল RCB-কে।

প্লে অফে যাওয়ার আশা এখনও টিকে থাকলেও তা অনেকটা কঠিন হয়ে গেল। চলতি IPL-এ মোট ১২টা ম্যাচের মধ্যে কোহলি করলেন মাত্র ২১৬। স্ট্রাইক রেট ১১১.৩।

রয়েছে তিনটে গোল্ডেন ডাক। বিরাট নিজেও আউট হওয়ার ধরন নিয়ে বিরক্ত সেটা গত ম্যাচে তাঁর আউট হওয়ার পর অভিব্যক্তি দেখেই বোঝা গেছে। বিরাটের চলতি অফ ফর্ম দেখে এবার মুখ খুললেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন এবং দিলেন দারুণ এক পরামর্শ।

সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মাইকেল ভন বলেন, ”অধিনায়ক হিসেবে ফাফ ডুপ্লেসি উচিত কোহলিকে বলা যে, ও বিশ্ব ক্রিকেটে কী করেছে এবং ওর কী রেকর্ড তা ভুলে যাওয়া।”

ভনের মতে, “কোহলি যদি পুরনো তারুণ্যটা ফিরিয়ে আনে এবং প্রথম ১০টা বল দেখে খেলে তাহলে ও সাফল্য পাবে। আমি আশা করব ফাফ বিরাটের সঙ্গে কথা বলবেন এবং বলবেন ১০ বছর আগে ফিরে যাও যখন তোমার এইরকম প্রোফাইল ছিল না।

তুমি বিবাহিত ছিলে না এবং তোমার সন্তান ছিল না। তুমি ক্রিকেট খেলতে মজা করার জন্য। তোমার বয়স ভুলে যাও এবং তুমি কী করেছ সেটাও ভুলে যাও। ও যদি ৩৫ রান করে আমি মনে করি ও বড় রান করতে সক্ষম। শুধু প্রথম ১০ টা বল খেলতে পারছে না ও। যদি সেটা থেকে বেরিয়ে যায় তাহলে খুব ভয়ঙ্কর হয়ে উঠবে।”

প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক শন পোলক মনে করেন, RCB-র কোহলির থেকে ৩৫ রানের বেশি আশা করা উচিত নয়, কারণ ওদের লোয়ার অর্ডারে ব্যাটার রয়েছে।

বিরাটের উপরে ১০০ রান করার চাপ দিয়ে লাভ নেই, ওকে বলা উচিত যে তুমি ব্যাটিংয়ে কিছুটা সাহায্য কর দলকে। তাহলেই বিরাট নিজের খেলাটা খেলতে পারবে এবং ওর উপর থেকে চাপ কমবে।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে গত ম্যাচে ১৪ বলে বিরাট ২০ রান করেন। তাঁর ইনিংসে ছিল দুটো চার ও একটা ছয়। বিরাট একাধিক দর্শনীয় শট খেলেছেন। কিন্তু বাইরের বল খেলতে গিয়ে রাহুল চাহারের হাতে ক্যাচ তুলে আউট হন। ম্যাচটি ৫৪ রানে হেরে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর