দুই ইন্ডাস্ট্রির তারকাদের পারিশ্রমিকের পার্থক্য কতটা, দেখুন তালিকা..

বিনোদন

বিনোদন ডেস্ক : তেলুগু সুপারস্টার মহেশ বাবুর বলিউড নিয়ে এক মন্তব্যে হইচই পড়েছে। বলিউড তাকে উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবে না। তাই বলিউডে কাজ করার ইচ্ছে নেই বলেই মন্তব্য তারকার। সত্যিই কি তাই? এক নজরে দেখে নেওয়া যাক দুই ইন্ডাস্ট্রির তারকাদের পারিশ্রমিকের তালিকা।

বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার একটি ছবির জন্য ১৩৫ কোটি টাকা পেয়েছেন। অক্ষয়ের পরই রয়েছেন রণবীর কাপুর। তার ছবি পিছু আয় ৭০ কোটি টাকা। ‘জয়েশভাই জোরদার’ ছবিতে কেরামতি না দেখাতে পারলেও রণবীর সিং একটি ছবির জন্য ৫০ কোটি টাকা পান।

অ্যাকশন স্টার টাইগার শ্রফ। তারও ছবি পিছু পারিশ্রমিক ৫০ কোটি টাকা। বরুণ ধাওয়ান প্রত্যেক ছবির জন্য ৩৫ কোটি টাকা পারিশ্রমিক নেন। শাহিদ কাপুর একটি ছবির জন্য ৩০ কোটি টাকা নেন।

অন্যদিকে দাক্ষিণাত্যের ‘থালাইভা’ রজনীকান্ত। প্রতি ছবির জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নেন। ‘বাহুবলী’র আগে যে প্রভাসের ছবি পিছু আয় ছিল ৭ কোটি টাকা তিনি নাকি এখন একটি ছবির জন্য ১০০ কোটি পারিশ্রমিক চেয়েছেন।

মহেশ বাবু প্রতি ছবির জন্য ৪৫ কোটি টাকা পারিশ্রমিক নিতেন। এখন ছবি পিছু ৮০ কোটি টাকা চাইছেন। মালয়ালম সুপারস্টার মোহনলাল। তার ছবি পিছু আয় ৬৪ কোটি টাকা। এনটিআর জুনিয়র এবং রামচরণ নাকি ‘RRR’ ছবির জন্য ৩৩ কোটি টাকা করে পারিশ্রমিক পেয়েছেন।

‘পুষ্পা’ সিনেমা খ্যাত তারকা আল্লু অর্জুনের ছবি পিছু আয় ৩৫ কোটি টাকা বলেই জানা গিয়েছে। ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ সিনেমার জন্য নাকি ২৭ থেকে ৩০ কোটি টাকা পেয়েছেন কন্নড় তারকা যশ।