যে কারণে ভারত থেকে পাওয়া সম্মাননা ইলিয়াস কাঞ্চনের কাছে ‘স্পেশাল’

বিনোদন

রূপালি জগতের বর্ণাঢ্য ক্যারিয়ার ও সামাজিক সংগঠন নিয়ে কাজ করায় জীবনে অনেক পুরস্কার-সম্মাননা পেয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

২১ মে ভারত থেকে আজীবন নায়করাজ রাজ্জাক সম্মাননা পেয়েছেন তিনি। এই সম্মাননা ইলিয়াস কাঞ্চনের জন্য স্পেশাল তথা বিশেষ কিছু। এমনটিই জানিয়েছেন ঢাকাই সিনেমার এ নন্দিত অভিনেতা।

এর কারণ হিসেবে কাঞ্চন জানিয়েছেন, এ সম্মাননার সঙ্গে জড়িয়ে আছে তার পিতৃতুল্য নায়করাজ রাজ্জাকের নাম।

শনিবার সন্ধ্যায় কলকাতার ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে ইলিয়াস কাঞ্চনের সম্মাননা অনুষ্ঠানে বাংলাদেশের পাশাপাশি কলকাতার বিনোদন জগতের তারকাও উপস্থিত ছিলেন।

নিজের ক্যারিয়ারে প্রায় সাড়ে তিনশর বেশি সিনেমায় অভিনয় এবং সড়ক নিরাপত্তা নিয়ে আন্দোলনের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

সম্মাননা হাতে নিয়ে সেই অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ‘বেদের মেয়ে জোছনা’খ্যাত তারকা বলেন, ‘এ সম্মাননা আমার জন্য স্পেশাল। একে তো কাজের স্বীকৃতি, পাশাপাশি যে মানুষটির নামে এই জীবনকীর্তি সম্মাননা পেলাম, তিনি আমাকে সন্তানতুল্য মনে করতেন এবং আমায় বলেছিলেন, একসময় আমার জায়গায় যদি কেউ আসে সে হবে ইলিয়াস। এতটাই উনি আমাকে ভালোবাসতেন। উনার সন্তানও অভিনয় জগতে আছেন, কিন্তু সন্তানের জন্য এ কথা কখনও বলেননি। আমার জন্য বলেছিলেন। সেই মানুষটার নামে এই সম্মান নিতে পেরে ভালো লাগছে। এটা আমার ভাগ্য মনে করি।’

সম্মাননা পেয়ে একটি আক্ষেপও প্রকাশ করেন ইলিয়াস কাঞ্চন। বলেন, ‘বাংলাদেশের ছবিতে অভিনয় করে নায়করাজ হয়েছেন রাজ্জাক, অথচ তার নামাঙ্কিত কোনো পুরস্কার বাংলাদেশে চালু হয়নি। আমাদের ইন্ডাস্ট্রিতে যারা নেতৃত্বে আছেন, তাদের এটি ভাবা উচিত।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বলেন, ‘আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। মানুষের কর্মের জন্যই আমরা। বিশেষ করে আমার দ্বারা মানুষের যেন ভালো কর্ম হয়- এটিই শুধু সৃষ্টিকর্তার কাছে আবেদন।’