রামগতিতে শিয়ালের মাংস বিক্রির দায়ে কারাদণ্ড

বাংলাদেশ

লক্ষ্মীপুরের রামগতিতে শিয়ালের মাংস বিক্রির দায়ে রঞ্জিত চন্দ্র দাস (৪৫) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে উপজেলার আলেকজান্ডার বাজারে শিয়ালের মাংস বিক্রি করার সময় তাকে আটক করা হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও রামগতি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত রঞ্জিত রামগতি পৌরসভার চর ডাক্তার এলাকার কোমদ চন্দ্র দাসের ছেলে।

স্থানীয়রা জানান, রঞ্জিত বিভিন্ন রোগের নিরাময় হবে জানিয়ে বাজারে বসে শিয়াল মাংস বিক্রি করছিল। প্রশাসন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে কারাদণ্ড দেন।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শান্তনু চৌধুরী জানান, আলেকজান্ডার বাজারে শিয়ালের মাংস বিক্রয় করার অপরাধে অভিযান চালিয়ে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে রঞ্জিত চন্দ্র দাসকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তার কাছ থেকে প্রায় ৬ কেজি শিয়ালের মাংস ও চামড়া জব্দ করা হয়।