ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিমানের ভাঙা টুকরো, উদ্ধার ১৪টি ঝলসানো দেহ

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিমানের ভাঙা টুকরো। উদ্ধার ১৪টি ঝলসানো দেহ। চিহ্নিতকরণের অবস্থাতেই নেই দেহগুলি। প্রায় ২৪ ঘণ্টা পর নেপালের যাত্রীবাহী নিখোঁজ বিমানের পরিণতি এখন এটাই।

সোমবার সকালে নেপাল সেনার তরফে প্রকাশ করা হল বিমানের ভাঙা ধ্বংসাবশেষের ছবি। জানা গিয়েছে, বিমানটির হদিশ মিলেছে নেপালের মুসতাং এলাকাতেই খাদের ধারে।

ঠিক যা অনুমান করা হয়েছিল, বাস্তবে ঘটেছেও তাই। নেপালের তারা এয়ারওয়েসের বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয় এবং ভেঙে পড়ে পাহাড়ে ঘেরা জঙ্গল এলাকায়। প্রায় প্রত্যেক যাত্রীরই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

রবিবার মুসতাং অঞ্চলে উদ্ধারকাজ শুরু করেছিল নেপালের সেনা চপার। কিন্তু, আবহাওয়ার প্রতিকূলতার জেরে উদ্ধারকাজে বেগ পেতে হয়। আচমকাই তুষারপাত শুরু হওয়ায় তল্লাশির অভিযান থমকে যায়।

এরপর সোমবার সকাল হতেই ফের বিমান ও যাত্রীদের খোঁজ শুরু করে নেপাল সেনা। এরপরই তারা জানায়, বিমানের ধ্বংসাবশেষটি মুসতাংয়ের থাসাং টু-এর সানসোয়ারে পড়ে থাকতে দেখা গিয়েছে বিমানের ভাঙা অংশগুলিকে।

নেপাল স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ফনীন্দ্রমণি পোখরেল বলেন, ”আমাদের অনুমান ওই বিমানের কোনও যাত্রীই আর বেঁচে নেই। প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে, যেভাবে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, তাতে কারও বাঁচার সম্ভাবনা ক্ষীণ।” যদিও সরকারিভাবে এখনও মৃত্যুর সংখ্যা জানায়নি নেপাল প্রশাসন।