টেস্ট অধিনায়কত্ব করতে চান না মুমিনুল

খেলাধুলা

শ্রীলঙ্কা সিরিজের সময় থেকেই মুমিনুল হকের টেস্ট অধিনায়কত্ব নিয়ে নতুন করে আলোচনা চলছিল। অবশেষে মুমিনুল নিজেই জানালেন, দায়িত্বটা আর পালন করতে চান না তিনি। আজ সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হোসেনের সঙ্গে তাঁর বাসায় এক বৈঠকের পর সাংবাদিকদের সেরকমই জানিয়েছেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক।

মুমিনুল বলছেন, ব্যাটিংয়ে দলের জন্য অবদান রাখতে পারছেন না বলেই অধিনায়কত্বের কাজটা কঠিন হয়ে যাচ্ছে তাঁর জন্য, ‘অধিনায়ক হিসেবে দলে অবদান রাখতে পারছি না। আমার মনে হয় এ সময়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়াটা ভালো। আমি বলেছি, এখন কী সিদ্ধান্ত নেবেন সেটি তাঁদের (বিসিবি) ব্যাপার।’

 

মুমিনুল ব্যক্তিগতভাবে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করলেও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। মুমিনুল বলেছেন, বোর্ড সভাপতি তাঁকে অধিনায়কত্ব চালিয়ে যেতে বললেও ব্যক্তিগতভাবে তিনি সেটি চান না। আগামী ২ জুনের বোর্ড সভার পরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বিসিবি সভাপতির বাসা থেকে বেরিয়ে সাংবাদিকদের বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ মুমিনুলের অধিনায়কত্ব প্রসঙ্গে বলেছেন, ‘মুমিনুল আজ যেটি জানিয়েছে, সেটি তার ব্যক্তিগত ইচ্ছা। এর সঙ্গে অনেক কিছু জড়িত। বোর্ড সভাপতি ক্রিকেট পরিচালনা বিভাগের সঙ্গে কথা বলবেন, দলের সবার সঙ্গে কথা বলতে হবে। ২ তারিখে বোর্ড সভা আছে। সেখানে এটি নিয়ে আলাপ আলোচনা হলে জানাতে পারব।’

 

২০১৯ সালে সাকিব আল হাসানের ওপর আইসিসির নিষেধাজ্ঞার পর টেস্ট অধিনায়কত্ব দেওয়া হয়েছিল মুমিনুলকে। তাঁর নেতৃত্বে ১৭টি টেস্ট খেলে বাংলাদেশ জিতেছে ৩টিতে। এর মধ্যে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়টিও আছে, বাকি দুইটি জয় এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে। সাম্প্রতিক সময়ে ব্যাটসম্যান মুমিনুলের সময়টা একদমই ভালো যাচ্ছে না। সর্বশেষ ৯ ইনিংসে মাত্র একবার দুই অঙ্ক ছুঁয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ, তিন ইনিংসে মুমিনুলের রান-২, ৯ ও ০। মুমিনুল বলছেন, ‘অধিনায়ক হিসেবে যখন ভালো খেলবেন, দল না জিতলেও আপনি দলকে উজ্জীবিত করতে পারবেন। আমি ভালো খেলতে পারছি না, দলও ভালো করছে না। এ সময়ে অধিনায়কত্ব করা খুবই কঠিন। আমি যদি সৎ থেকে চিন্তা করি, তাহলে মনে হয় না করাটাই ভালো।’

 

মুমিনুল হকের ব্যাটে চলছে রানের খরা। প্রশ্ন উঠে গেছে তাঁর টেস্ট দলে অধিনায়ক থাকা নিয়েও
মিরপুরে শ্রীলঙ্কা সিরিজের শেষ টেস্টের পর বিসিবি সভাপতির সঙ্গে টেস্ট নেতৃত্ব নিয়ে এক দফা আলোচনা হয়ে যায় মুমিনুলের। সেই আলোচনাতেই মুমিনুল বলেন, অধিনায়কত্বের চাপ হয়তো তাঁর ব্যাটিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে।

 

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেই টেস্ট দলে নতুন অধিনায়ক দেখা যাবে কি না, সেটি নিশ্চিত হয়নি এখনো। এরই মধ্যে মুমিনুলকে অধিনায়ক করেই দল ঘোষণা করেছে বিসিবি। জানা গেছে, মুমিনুল শেষ পর্যন্ত অধিনায়কত্ব করতে না চাইলে টেস্টের নেতৃত্ব দেওয়া হতে পারে সাকিব আল হাসানকে। তাঁর সঙ্গে নাকি প্রাথমিক আলোচনাও সেরে রেখেছে বিসিবি।