ট্রাইব্যুনালে জেলেনস্কির বিচারের ঘোষণা রাশিয়ার

আন্তর্জাতিক

যুদ্ধাপরাধের অভিযোগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিচারের ঘোষণা দিয়েছে রাশিয়া-সমর্থিত দোনেৎস্ক পিপলস রিপাবলিক, ডিপিআর। এজন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের কাজ চলছে এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রকে ট্রাইব্যুনালে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হবে বলে ডিপিআরের একজন কর্মকর্তা জানিয়েছেন। খবর তাস।

ডিপিআর পিপলস কাউন্সিলের ফৌজদারি ও প্রশাসনিক বিধান-সংক্রান্ত কমিটির চেয়ারম্যান ইলেনা শিশকিনা বলেছেন, ২০১৪ সালের পর থেকে ডনবাস অঞ্চলে সংঘটিত যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের কাজ চলছে। বর্তমানে ট্রাইব্যুনালের সনদ প্রণয়নের কাজ চলছে। ডিপিআরের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে এ সনদ প্রণয়ন করছে।

তিনি বলেন, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধের দায় কেবলমাত্র যারা বন্দুক বহন করেছে ও ট্রিগার টেনেছে তাদের নয়, যে জেনারেল হুকুম দিয়েছেন তারও জবাবদিহি করতে হবে। ইউক্রেনের সামরিক, আধা-সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি তাদের হুকুমদাতা রাজনীতিবিদদেরও ট্রাইব্যুনালের অধীনে বিচার করা হবে।

জেলেনস্কির পাশাপাশি ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো ও সাবেক স্পিকার ওলেক্সান্দার তুরশিনভকেও বিচারের মুখোমুখি করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

ইলেনা শিশকিনা বলেন, বেসামরিক নাগরিকদের হত্যার জন্য ডনবাস অঞ্চলে নাৎসিদের পাঠানো হয়েছে। জেলেনস্কি, পোরোশেঙ্কো ও তুরশিনভ এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেছেন। ট্রাইব্যুনালের সনদ শিগগিরই চূড়ান্ত হবে।

তিনি বলেন, আমরা আশা করছি আন্তর্জাতিক রীতি ও আইনি বাধ্যবাধকতার বিষয়টি সবার বিবেচনায় প্রাধান্য পাবে এবং যুক্তরাষ্ট্র ও ইইউসহ সব দেশ ট্রাইব্যুনালে নিজেদের প্রতিনিধি পাঠাবে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ডিপিআর ও এলপিআরে আট হাজারের মতো বন্দী আছে। এদের মধ্যে ইউক্রেনের আযভ, আইডার ও অন্যান্য মিলিটারি ব্যাটালিয়নের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যও রয়েছেন। দুর্ভাগ্যবশত আমরা ডনবাস অঞ্চলে কি হচ্ছে সেটা ২০১৪-২০১৫ সালের দিকে জানতে পারিনি। কিন্তু এখন দেখতে পাচ্ছি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর নিষ্ঠুরতাও কম নয়।

ট্রুাইব্যুনালের কার্যক্রম শুরুর দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, আমরা আশা করছি গ্রীষ্ম মৌসুম শেষের আগেই সামরিক বাহিনী সদস্যদের বিচারে কয়েকটি অন্তর্বর্তীকালীন ট্রাইব্যুনাল কাজ শুরু করবে।

এক প্রশ্নের জবাবে ডিপিআরের এ আইনপ্রণেতা বলেন, ডনবাস অঞ্চলে সংঘাতে ইউক্রেনের পক্ষে অংশগ্রহণকারী বিদেশি ভাড়াটে সৈন্যরা কোনো যুদ্ধবন্দী বিনিময় কর্মসূচির অংশ হবে না। ব্রিটিশ নাগরিক শন পিনার, অ্যান্ড্রু হিল, মরক্কোর সাদুন ব্রাহিমের মতো বেশ কয়েকজন ভাড়াটে সৈন্য আটক হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ডিপিআরের দণ্ডবিধিতে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। যুদ্ধাপরাধের মতো গুরুতর অপরাধের জন্য ট্রাইব্যুনালে দোষীদের মৃত্যুদণ্ড হতে পারে।