তৃতীয় মরশুমে সেই উত্তেজনা হারিয়েছে ‘আশ্রম’

বিনোদন

বিনোদন ডেস্ক: আবারও ওয়েব দুনিয়ায় ‘বাবা নিরালা’ হয়ে ফিরেছেন ববি দেওল। প্রকাশ ঝায়ের পরিচালনায় ‘আশ্রম’ সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ২০২০ সাল থেকে এমএক্স প্লেয়ার ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে সিরিজটি।

গত শুক্রবার প্রকাশ্যে এসেছে ‘এক বদনাম… আশ্রম সিজন ৩’। সিরিজটির অনুপ্রেরণা পরিচালক বাস্তবের কিছু ঘটনা থেকেই পেয়েছেন। বিশেষ করে স্বঘোষিত ধর্মগুরু রাম রহিমের জীবনের কাহিনি। তিনটি সিজনে মোট ২৮টি এপিসোড তৈরি করেছেন প্রকাশ কিন্তু কাহিনি গতি তৃতীয় মরশুমে ধীর।

দশটি এপিসোডে ‘বাবা নিরালা’র কেবল প্রদেশের মুখ্যমন্ত্রী পদ নিয়ে রাজনীতি করে গিয়েছে আর শারী’রিক চা’হিদা মিটিয়ে গিয়েছে। ববি দেওল যেন ক্রমাগত এই চরিত্রে একঘেয়ে হয়ে উঠছেন। প্রথম মরশুমে তাকে দেখে ভাল লেগেছিল কিন্তু তৃতীয় মরশুমে সেই উত্তেজনা হারিয়েছে ‘আশ্রম’।

পম্মির চরিত্রে অদিতি পোহাঙ্করকে বড্ড বেশি অসহায় লেগেছে। তার চেয়েও বেশি অসহায় লেগেছে ইনস্পেক্টর উজাগর সিংয়ের চরিত্রকে। প্রেমিকার চলে যাওয়ার পর তার চরিত্র যেন দেবদাসের মতো হয়ে ওঠে। নতুন চরিত্র হিসাবে এষা গুপ্তর আগমন ঘটেছে। কিন্তু তা যেন শুধুই ‘বাবা নিরালা’র লা’ল’সা চরিতার্থ করতে।

যে মেজাজ নিয়ে ‘আশ্রম’ সিরিজ প্রকাশ ঝা শুরু করেছিলেন তা ক্রমশ হারিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই সিরিজের চতুর্থ মরশুমের ঘোষণা করা হয়েছে কিন্তু তা নিয়ে আশা খুবই কম। কারণ প্রকাশের এই সিরিজ থেকে কোনও টেলিভিশনের ডেইলি সোপের মতো হয়ে উঠছে।