ঝড়ে হুড়মুড় করে ভেঙে পড়ল গ্যালারি!

খেলাধুলা

ভারত মহাসাগরের তীরের স্টেডিয়াম গলে চলছে অস্ট্রেলিয়া-শ্রীলংকা সিরিজ।

সিরিজ উপলক্ষ্যে তৈরি করা হয়েছে অস্থায়ী ‘গ্র্যান্ডস্ট্যান্ড’ গ্যালারি। টিন আর ত্রিপলের শেড দিয়ে তৈরি এ গ্যালারিতে বসার ব্যবস্থা করা হয়েছিল সৌজন্য টিকিটধারীদের।

আর প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই ঝড়ে ভেঙে চুরমার সেই গ্যালারি! তুমুল বৃষ্টি সঙ্গে মৌসুমি ঝড়ে ধ্বংসস্তূপে পরিণত গ্যালারিটি।

তুমুল বৃষ্টি শুরু হওয়ায় পর এক দমকা হাওয়া এসে পিচ-কভার তুলে নেয়। মাঠকর্মীরা আবার খুব কষ্টে ঝড়ের প্রতিকূলতাকে জয় করে পিচ-কভার নিয়ে সঠিক জায়গায় রাখতে সক্ষম হন।

কিন্তু এর মধ্যেই হুড়মুড় করে ভেঙে পড়ে সেই অস্থায়ী গ্যালারি। মাটিতে ছড়িয়ে
-ছিটিয়ে পড়ে সেখানকার চেয়ারগুলো।

ওই সময় গ্র্যান্ডস্ট্যান্ডের ভেতরে কেউ ছিল না। তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার ভিডিও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।