সাভারের দুটি গুদামে ইভ্যালির ২৫ কোটি টাকার পণ্য

দেশ জুড়ে

জুলাই মাসের শেষে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বর্তমান আর্থিক অবস্থা পর্যালোচনা করে দায়দেনা ও সম্পদের নিরীক্ষা প্রতিবেদন (অডিট রিপোর্ট) আদালতে উপস্থাপন করা হবে। গতকাল শুক্রবার ধানমণ্ডির ইভ্যালি কার্যালয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পর্ষদের চেয়ারম্যান সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

তিনি বলেন, ‘এই মাসের শেষে অডিটররা অডিট রিপোর্ট দিতে পারবেন বলে আমাদের কথা দিয়েছেন। হুদা বাসি চৌধুরী অ্যান্ড কম্পানিকে অডিট প্রতিষ্ঠান হিসেবে আমরা নিয়োগ দিয়েছি।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ইভ্যালির সাভারের দুটি গুদামে ২৫ কোটি টাকার পণ্য রয়েছে।