মৃত্যুশয্যায় মা, অ্যাম্বুলেন্স না পেয়ে ঠেলাগাড়িতে হাসপাতালে

আন্তর্জাতিক

বারবার খবর দিয়েও অসুস্থ মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাননি। পরে ঠেলাগাড়িতে করে চার কিলোমিটার দূরের হাসপাতালে নিয়ে যান এক যুবক। ততক্ষণে অবশ্য দেরি হয়ে গেছে। চিকিৎসকরা জানিয়ে দেন, তার মা মারা গেছেন। এমনই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের জালালাবাদে।

জানা গেছে, ৪৫ বছর বয়সী দীনেশের মা বীণা দেবীর বয়স ৬৫ বছর। হঠাৎ ব্যথা শুরু হয় তার। দীনেশের বাবা তখন অ্যাম্বুলেন্সের জন্য ফোন করেন। শুরু হয় প্রতীক্ষা। কিন্তু কোনো অ্যাম্বুলেন্সই শেষ পর্যন্ত আসেনি। উপায় না পেয়ে একটি ঠেলাগাড়িতেই মাকে নিয়ে দীনেশ রওনা দেন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের উদ্দেশে। এভাবে চার কিলোমিটার পথ অতিক্রম করে যখন হাসপাতালে পৌঁছান তিনি, ততক্ষণে আর জীবিত নেই বীণা দেবী। চিকিৎসকরা তাকে পরীক্ষা করার পরই সে কথা জানিয়ে দেন।

ওই স্বাস্থ্যকেন্দ্রের সুপারিনটেন্ডেন্ট ড. অমিত যাদব জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ওই মহিলার কাছে পৌঁছে তাকে পরীক্ষা করেন। এ ঘটনার পর স্বাভাবিকভাবেই বিতর্ক তুঙ্গে উঠেছে কেন অ্যাম্বুলেন্স না যাওয়ায়। প্রশ্ন উঠেছে ওই রাজ্যের স্বাস্থ্যসেবা নিয়েও।

শাহজাহানপুরের চিফ মেডিকেল অফিসার পি কে ভার্মা এ বিষয়ে জানান, তিনি বিষয়টি সম্পর্কে শুনলেও এখনও বিস্তারিত কিছু জানেন না। তবে খবর পাওয়ার ৩০ মিনিটের মধ্যেই যে অ্যাম্বুলেন্স পৌঁছে যাওয়ার কথা, সে কথা স্বীকার করেন তিনি। দূরত্ব কম হলে সময় আরও কম লাগা উচিত ছিল বলেই মত তার।