হইচই বাধিয়ে দিল কারাগার

বিনোদন

ওটিটির জগতে বাংলা কনটেন্টের মান নির্ধারণ করে দিয়েছিল ওয়েব সিরিজ ‘তাকদীর’। একই পরিচালক সৈয়দ আহমেদ শাওকীর দ্বিতীয় সিরিজ ‘কারাগার’ সেটিকেও ছাড়িয়ে গেল। আগেরটির মতো এখানেও আছেন চঞ্চল চৌধুরী। কথা ছিল ১৯ আগস্টের প্রথম প্রহরেই মুক্তি পাবে সিরিজটি, কিন্তু নির্দিষ্ট সময়ের দুই ঘণ্টা আগেই সিরিজের প্রথম অংশের সাতটি পর্বই প্রকাশ করে দিল হইচই।

মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি রটে গেল। আর হুমড়ি খেয়ে সিরিজটি দেখল দর্শক। মধ্যরাতে বাংলাদেশ ও ভারতের সাধারণ দর্শক, সমালোচকরা প্রশংসায় ভাসালেন শাওকী এবং প্রধান চরিত্রের অভিনেতা চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, এফ এস নাঈম ও তাসনিয়া ফারিণকে। গতকাল সন্ধ্যা পর্যন্ত ফেসবুকে ‘কারাগার’ নিয়ে প্রায় ৪৩ হাজার পোস্ট পড়ে। হইচই বাংলাদেশের বিজনেস লিড সাকিব আর খান বলেন, ‘দর্শকের সাড়া পেয়ে আমরা অভিভূত। আমরা আমাদের গ্রাহকদের মনোরঞ্জনে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এটা তারই ফল। ’