‘ব্যবসার পরিস্থিতি’ গান নিয়ে যা লিখলেন শাহরিয়ার নাফীস

খেলাধুলা

ফেসবুকে ভাইরাল নারায়ণগঞ্জের হার্ডওয়্যার ব্যবসায়ী আলী হাসান। যদিও এখন আর সেই ব্যবসা নেই তার। লোকসান গুনতে গুনতে ৯ মাস আগে বহু বছরের স্মৃতিবিজড়িত দোকান বন্ধ করতে বাধ্য হন তিনি।

সেই দুঃসহ স্মৃতি নিয়ে ‘ব্যবসার পরিস্থিতি’ নিয়ে গান লেখেন আলী হাসান, যা তাকে খ্যাতি এনে দিয়েছে। অলিগলিতে বিভিন্ন দোকানেও বাজছে বাস্তবধর্মী কথায় সমৃদ্ধ এ গান।

এবার আলী হাসানের গানটিতে মুগ্ধতার কথা জানালেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক তারকা শাহরিয়ার নাফীস। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আলী হাসান ও তার গানের প্রশংসা করে একটি পোস্টও দিয়েছেন তিনি।

বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক লিখেছেন, ‘সাধারণত আমি গান শুনি না। কিন্তু আলী হাসানের ‘ব্যবসার পরিস্থিতি’ গানটা শুনতে নিজেকে আটকাতে পারিনি। অবিশ্বাস্য! গানের কথা এমনই হওয়া উচিত। পরিষ্কার, সত্য, সহজ ও বাস্তবসম্মত।’

আলী হাসানকে সাধুবাদ জানিয়ে শাহরিয়ার নাফীস আরও লিখেছেন, ‘আমার নানাবাড়ি নারায়ণগঞ্জ বলে কিছু শব্দ আমার কাছে খুব মজার লেগেছে। সহজ সরল স্থানীয় ভাষা। আলী হাসান, তোমার জন্য গর্বিত এবং আনন্দিত।’

প্রসঙ্গত, ব্যবসায় যখন লোকসান চলছিল, তখন দোকানে বসেই ‘ব্যবসার পরিস্থিতি’ নিয়ে গান লেখেন আলী হাসান। সেই গান নিজে সুর করে ফেসবুকে ছাড়ার পর পর এটি ভাইরাল হয়ে যায়। ফেসবুকে বিভিন্ন পেজে ও গ্রুপে গানটি আলোড়ন তুলে, যা এখনো চলছে।

এর পর হাসানকে দিয়ে গানটি প্রকাশ করেছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। গানটি শ্রোতাপ্রিয়তা পাওয়ার কারণ হিসেবে আলী হাসান মনে করেন, এতে তার জীবনযুদ্ধে লড়াইয়ের কথা প্রকাশ হয়েছে। বর্তমান বিশ্বব্যাপী দ্রব্যমূল্য বৃদ্ধি ও মন্দার বাজারে গানটি হৃদয় ছুঁয়েছে শ্রোতাদের।