ট্রেন আটকে দিলেন চা-শ্রমিকরা

বাংলাদেশ সিলেট

মৌলভীবাজারে কুলাউড়া উপজেলায় চলমান ৩০০ টাকা মজুরি নির্ধারণের দাবিতে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন আটকে দিয়ে বিক্ষোভ করেছেন চা-শ্রমিকরা। আজ মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে ভোগান্তিতে পড়েন সড়কপথ ও রেলপথের যাত্রীরা। উপজেলার কালুটি, রাঙ্গিছড়া, রাজানগরসহ অন্য বাগানের হাজার হাজার শ্রমিক সড়ক অবরোধ করেন।

মৌলভীবাজারের বালিশিরা, মনু, ধলাই জুড়ি, লংলার অধিকাংশ বাগানের চা-শ্রমিকরা আজও কাজে নামেননি। বিভিন্ন চা বাগানে শ্রমিকদের জড়ো হয়ে মিটিং-মিছিল করতে দেখা গেছে। শ্রমিকরা বলেন, প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোঁকা দেওয়া হচ্ছে। আমরা এ সিদ্ধান্ত মানি না।

উল্লেখ্য, দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকায় উন্নীতের দাবিতে চলতি মাসের শুরু থেকেই আন্দোলনে নামেন দেশের ১৬৬ চা বাগানের দেড় লাখের বেশি শ্রমিক। এরপর গত ১৩ আগস্ট থেকে পূর্ণদিবস কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। এর মধ্যে কয়েক দফা বৈঠক হলেও তা সমাধান হয়নি। আন্দোলনরত শ্রমিকরা কয়েক দিন ঢাকা-সিলেট মহাসড়কও অবরোধ করেন।