ভারত আজ শ্রীলংকার কাছে হেরে গেলে…

খেলাধুলা

এশিয়া কাপের চলমান ১৫তম আসরে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভারত। গ্রুপের অন্য ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হংকংকে হারিয়ে সবার আগেই সুপার ফোরে খেলা নিশ্চিত করে রেকর্ড আট আসরের শিরোপাজয়ী দলটি।

কিন্তু গত রোববার সুপার ফোরের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে দুশ্চিন্তায় পড়ে গেছে রোহিত শর্মা-বিরাট কোহলিদের ভারত।

আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার মুখোমুখি হবে ভারত। এই ম্যাচে ভারত যদি হেরে যায় তাহলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে।

গ্রুপপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে পাকিস্তান হারের পর ক্ষোভ প্রকাশ করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। কিন্তু সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে পাকিস্তানের রুদ্ধশ্বাস জয়ে বেজায় খুশি কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম।

সোমবার তিনি বলেন, গতকালই আমি অনুভব করলাম যে, খুশিতেও আপনার ঘুম উড়ে যেতে পারে।

ইনজামামের সঙ্গে জাতীয় টেলিভিশনের সেই একই শোতে অংশ নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার সিকান্দার বখত বলেন, আমরা অনায়াসেই সুপার ফোরে জায়গা করে নিয়েছি। পাকিস্তানের কাছে হেরে হয়ত ভারতের ঘুম উড়ে গিয়েছে।