আসিফের সঙ্গে শাদাবের ‘সংঘর্ষ’, যা বললেন শোয়েব আখতার

খেলাধুলা

চরম অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে জেরবার দেশকে উৎসবের একটি উপলক্ষ্য এনে দিলেন দাসুন শানাকা ও তার দল।

ফাইনালে শ্রীলংকার কাছে ২৩ রানে হেরে রানার্সআপ হয়েই দেশে ফিরতে হচ্ছে পাকিস্তানকে।

এমন পরাজয়ের দায় নিজের কাঁধে তুলে নিলেন দলটির স্পিন-অলরাউন্ডার শাদাব খান। কারণ শ্রীলংকার জয়ে নায়ক ভানুকা রাজাপাকসের দুটি ক্যাচ ফেলে দেন তিনি।

রাজাপাকসেকে তার ৫১ রানের মাথায় জীবন দেওয়া ঘটনাটি নিয়ে আক্ষেপ করা যেতেই পারে। কারণ মোহাম্মদ হাসনাইনের ওভারে রাজাপাকসের তুলে দেওয়া ক্যাচ দৌড়ে এসে ধরেই ফেলেছিলেন আসিফ আলি। কিন্তু এ সময় অযথাই শাদাব দৌড়ে এসে সংঘর্ষে জড়ান আসিফের সঙ্গে।

ডিপ মিডউইকেট থেকে ডান দিকে ছুটে আসা শাদাবের সঙ্গে লংঅন থেকে দৌড়ে আসা আসিফের ধাক্কা লাগে। আসিফের হাতে লেগে বল চলে যায় বাউন্ডারির বাইরে, যা ছিল ক্যাচ, তা হয়ে যায় ছক্কা।

শাদাবের সেই ভুল নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। শাদাব নিজেও অনুতাপে পুড়ছেন। ম্যাচশেষে টুইটারে এসে ক্ষমাও চেয়ে এ স্পিন অলরাউন্ডার লিখেছেন— ‘ক্যাচ ম্যাচ জেতায়। দুঃখিত। এই হারের দায় নিচ্ছি আমি। আমিই দলকে ডুবিয়ে দিয়েছি।’

তবে এমন পরিস্থিতিতে শাদাবের পাশেই দাঁড়ালেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার।

এক টুইটে শোয়েব আখতার লিখেছেন— ‘সে (শাদাব) আমাদের সেরা ফিল্ডার। এটি সম্ভবত তার জন্য একটা বাজে দিন। তবে আমাদের দলের আরও ভালোভাবে ক্যাচিং কল কীভাবে দিতে হয়, তা শেখা উচিত। এ বিষয়টি এবারের এশিয়া কাপেই কয়েকবার ঘটেছে।’

পাকিস্তানের অন্যতম সেরা ফিল্ডার হিসেবে বিবেচনা করা হয় শাদাবকে। কিন্তু দুবাইয়ে রোববার রাতের ফাইনালে সেই ছাপ ফোটেনি।

রাজাপাকসেকে তার ব্যক্তিগত ৪৬ রানের মাথায় সাজঘরে ফেরাতে পারতেন শাদাব। হারিস রউফের স্লোয়ারে বল আকাশে ভাসিয়েছিলেন রাজাপাকসে। সেই বল লুফে নিতে লংঅন থেকে ছুটে এলেও ঠিকমতো তালুবন্দি করতে পারেননি শাদাব। একটু বেশি দৌড়ে ফেলেছিলেন। ফেলে দেন রাজাপাকসের ক্যাচ।