গাজীপুর পুলিশ লাইনসে বেলুন বিস্ফোরণ, আবু হেনা রনিসহ দগ্ধ ৫

জাতীয়

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) চার বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা পুলিশ লাইনস মাঠে এ ঘটনা ঘটে। আবু হেনা রনিসহ তিনজনকে ঢাকায় নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অনুষ্ঠান উদ্বোধনী মঞ্চে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে কয়েকটি গ্যাস বেলুন দেওয়া হয় ওড়ানোর জন্য।

কিন্তু বারবার চেষ্টা করেও বেলুনগুলো উড়ছিল না। পরে স্বরাষ্ট্রমন্ত্রী চলে যাওয়ার পর বেলুন বিক্রেতাকে ডাকা হয়।

বিক্রেতা নিজেই বেলুনগুলো ওড়ানোর চেষ্টা করেন। তিনি বেলুনে আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এ সময় পাশে বসে থাকা আবু হেনা রনি, ইমরান হোসেন, মোশাররফ হোসেন, জিল্লুর রহমান ও রুবেল হোসেন দগ্ধ হন। পুলিশ সদস্যরা তাঁদের গায়ে পানি ঢেলে আগুন নেভান এবং দ্রুত তাঁদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিত্সা দিয়ে আবু হেনা রনি, মোশাররফ হোসেন ও জিল্লুর রহমানকে ঢাকায় পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আবু সায়েম নয়ন বলেন, দগ্ধ ব্যক্তিদের চিকিত্সা দেওয়া হয়েছে। তাঁরা আশঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।