আরেকটি দুঃসংবাদ পাচ্ছেন জেসন রয়!

খেলাধুলা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের ঘোষিত দলে জায়গা হয়নি ইংলিশদের তারকা ব্যাটার জেসন রয়ের। দল থেকে বাদ পড়ার পর এবার আরেকটি দুঃসংবাদ পাওয়ার অপেক্ষায় এই ইংলিশ ওপেনার। সবশেষ এবার ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়তে যাচ্ছেন এই ওপেনার।

ইংল্যান্ডের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ এমন এক তথ্য নিশ্চিত করেছে। ইংল্যান্ডের জার্সিতে সবশেষ ৬ টি-টোয়েন্টিতে রয় করেছেন মাত্র ৭৬ রান। যার প্রভাব পড়েছে এই ওপেনারের কেন্দ্রীয় চুক্তিতে। অবশ্য ইসিবির ডিরেক্টর অব ক্রিকেট রব কি মনে করছেন জেসন রয় ইংল্যান্ডের হয়ে আগামী বছরের ২০২৩ বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় থাকবেন।

এ নিয়ে রব বলেন, ‘তার ফর্ম খুঁজে পাওয়া শুধু সময়ের ব্যাপার এবং আমি নিশ্চিত যে টি-টোয়েন্টি ক্রিকেটে সে অনেক সুযোগ পাবে যা তাকে ফর্ম খুঁজে পেতে সাহায্য করবে।’

রব আরো বলেন, ‘আমার যুক্তি হবে ৫০ ওভারের ফরম্যাটটি তার জন্য সবচেয়ে মানানসই ফরম্যাট এবং আমরা এখনও তাকে আমাদের দলের অংশ হিসেবেই দেখি। কিন্তু গ্রীষ্মে তার সাদা বলের ক্রিকেট ও দ্য হান্ড্রেড দেখে আমাদের মনে হয়েছে তাকে পাকিস্তান থেকে সরাসরি অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া একটি জুয়া।’