শ্রীলঙ্কাকে বড় রানের টার্গেট দিলো স্মিট-ফ্রাইলিঙ্করা

খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আগে ব্যাটিং করে জেজে স্মিটের ১৬ বলে ৩১ ও ফ্রাইলিঙ্কের ২৮ বলে ৪৪ রানের ইনিংসে ভর করে শ্রীলঙ্কাকে ১৬৪ রানের টার্গেট দিলো নামিবিয়া।

সুপার টুয়েলভের মিশনে নিজেদের প্রথম ও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সিদ্ধান্ত যে সঠিক ছিলো সেটি প্রথম ১০ ওভারে ভালোভাবেই প্রমাণ করেছে লঙ্কান বোলাররা। ১০ ওভার শেষে তিন উইকেট হারিয়ে মাত্র ৫৯ রান সংগ্রহ করে নামিবিয়া। সেখান থেকে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় নামিবিয়া।

চতুর্থ উইকেট জুটিতে ইরেসমাস ও বার্ড ৪১ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেওয়ার পর অলরাউন্ডার জেজে স্মিটের ১৬ বলে ৩১ ও জান ফ্রাইলিঙ্কের ২৮ বলে ৪৪ রানে ভর করে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে নামিবিয়া। শ্রীলঙ্কার সামনে জয়ের লক্ষ্যমাত্রা ১৬৪ রান।

সংক্ষিপ্ত স্কোর:

নামিবিয়া ১৬৩/৭(২০ ওভার)

ফ্রাইলিঙ্ক ৪৪, স্মিট ৩১*, বার্ড ২৬

মদুশান ৩৭/২, থিকশানা ২৩/১