দেলদুয়ারে মাহফিলের খিচুড়ি খেয়ে শতা‌ধিক অসুস্থ, একজনের মৃত্যু

ঢাকা বাংলাদেশ

টাঙ্গাইলের দেলদুয়ারে মাহ‌ফি‌লের খিচু‌ড়ি খে‌য়ে শতাধিক নারী ও পুরুষ ডায়‌রিয়ায় আক্রান্ত হ‌য়ে‌ছেন। এ‌ ঘটনায় ৮০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ ন‌ভেম্বর) রা‌তে তিনি মারা যান।

রা‌হেলা বেগম উপ‌জেলার আ‌টিয়া ইউ‌নিয়‌নের গ‌জিয়াবা‌ড়ি গ্রা‌মের মৃত বিশা চৌধুরীর স্ত্রী।

এ‌দি‌কে গ‌জিয়াবা‌ড়ি এলাকায় ডায়‌রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বৃ‌দ্ধি পাওয়ায় স্বাস্থ্য বিভাগ থে‌কে জরুরি মে‌ডি‌কেল টিম পাঠা‌নো হ‌য়ে‌ছে।

স্থানীয়রা জানান, রোববার স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে তবারক হিসেবে খিচুড়ি দেওয়া হয়। যারা খিচুড়ি খেয়েছেন তাদের অধিকাংশই ডায়রিয়ায় আক্রান্ত হয়। এর মধ্যে এক বৃদ্ধা নারীর মৃত্যু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল গজিয়াবাড়ি এলাকায় আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা দিচ্ছেন। এছাড়া স্থানীয় মসজিদে মাইকিং করে ডায়রিয়া আক্রান্তদের দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আশরাফুল আলম জানান, আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতরদের হাসপাতালে পাঠানো হচ্ছে। এদের মধ্যে একজন মারা গেছে বলে জানতে পেরেছি।