রেমিট্যান্সের পালে সুবাতাস, বাড়তি প্রণোদনায় উচ্ছ্বসিত প্রবাসীরা

রেমিট্যান্সের পালে সুবাতাস, বাড়তি প্রণোদনায় উচ্ছ্বসিত প্রবাসীরা

অর্থনীতি দেশ জুড়ে প্রবাস বাংলাদেশ

বৈধ চ্যানেলে পাঠানো রেমিট্যান্সের ওপর সরকারি আড়াই শতাংশ এবং ব্যাংকের আরও বাড়তি আড়াই শতাংশ প্রণোদনা মিলিয়ে মোট পাঁচ শতাংশ প্রণোদনা পেয়ে উচ্ছ্বসিত প্রবাসীরা। প্রণোদনার এ ধারা অব্যাহত থাকলে বৈধ চ্যানেলে টাকা পাঠাতে আগ্রহী হবেন তারা। এতে টাকা পাঠানো যেমনি নিরাপদ হবে, একইভাবে রেমিট্যান্সের পালেও লাগবে সুবাতাস।এরই মধ্যে অক্টোবরের প্রথম ২০ দিনে গত মাসের একই সময়ের তুলনায় বেড়েছে রেমিট্যান্স পাঠানোর পরিমাণ।

 

আশা করা যাচ্ছে, বাড়তি প্রণোদনায় এই প্রবাহ আরও বাড়বে।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রবাসী আয়ের তথ্য বলছে, অক্টোবরের প্রথম ২০ দিনে প্রবাসী আয় এসেছে ১২৫ কোটি মার্কিন ডলার। যেখানে সেপ্টেম্বরে প্রবাসী আয় ছিল ১৩৪ কোটি ৩৬ লাখ ডলার, সেখানে হাতে আরও ১০ দিন থাকতেই অক্টোবরের প্রবাসী আয় দিচ্ছে ইতিবাচক বার্তা। ধারণা করা হচ্ছে, নতুন এ সিদ্ধান্তে অক্টোবরের প্রবাসী আয় সেপ্টেম্বরের আয়কে ছাড়িয়ে যাবে।বিগত কয়েক মাসে জেলাভিত্তিক রেমিট্যান্সের হিসাব থেকে দেখা যায়, দেশে যে প্রবাসী আয় আসে তার বড় একটি অংশ আসে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট জেলা থেকে।

 

সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরে দেশে যত প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে, তার ৫২ শতাংশের বেশি এসেছে এ চার জেলা থেকে।এসব জেলার প্রবাসীরা বলছেন, মাঝে ব্যাংকিং চ্যানেলের সঙ্গে খোলা বাজারে ডলারের রেটে তারতম্য হওয়ায় অনেক প্রবাসী বৈধ চ্যানেল রেখে হুন্ডিতে টাকা পাঠিয়েছেন। এখন প্রণোদনা পাঁচ শতাংশ হওয়ায় আবারও বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর আগ্রহ বাড়ছে তাদের সিলেট বিভাগের শ্রেষ্ঠ রেমিট্যান্স প্রেরণকারী মাহিউদ্দিন আহমদ সেলিম সময় সংবাদকে বলেন, এই বিষয়গুলো প্রবাসীদের জানাতে হবে। প্রণোদনার কথা তারা জানতে পারলে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আরও আগ্রহী হবেন তারা। এর জন্য সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে পদক্ষেপ নিতে হবে।মাহিউদ্দিন বলেন, ব্যাংকগুলোকে আরও প্রবাসী বান্ধব হতে হবে। প্রবাসীরা যত সহজে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে পারবেন, তত বেশি বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আগ্রহ বাড়বে তাদের।

 

অক্টোবরের ২০ তারিখে ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন বাফেদা ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) এক বৈঠকে প্রণোদনা সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়, ২২ অক্টোবর কার্যকরের নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।বর্তমানে প্রবাসী আয়ে ব্যাংকে এক মার্কিন ডলারের দাম ১১০ টাকা ৫০ পয়সা। এর ওপর সরকার ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা দেয়। তাতে এক ডলারে পাওয়া যেত প্রায় ১১৩ টাকা ২৬ পয়সার কিছু বেশি। এখন এর সঙ্গে ব্যাংকগুলো দিবে আরও আড়াই শতাংশ বাড়তি প্রণোদনা। ফলে এখন থেকে প্রবাসীরা এক ডলারে পাবেন ১১৬ টাকার বেশি অর্থ।