ব্রাজিলের আমাজনে আবার উড়োজাহাজ বিধ্বস্ত, শিশুসহ নিহত ১২

ব্রাজিলের আমাজনে আবার উড়োজাহাজ বিধ্বস্ত, শিশুসহ নিহত ১২

আন্তর্জাতিক

ব্রাজিলের আমাজন জঙ্গলে একটি ছোট আকারের উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১২ আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশু রয়েছে। গতকাল রোববার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আক্রে প্রদেশে এ ঘটনা ঘটে।
দেশটিতে দেড় মাসের মাথায় এটি দ্বিতীয় উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা।

আক্রে প্রদেশে কর্তৃপক্ষ জানায়, এক ইঞ্জিনের চেসনা ক্যারাভান উড়োজাহাজটি উড্ডয়নের পরপরই রিও ব্রাঙ্কোর বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়।এক বিবৃতিতে বলা হয়, উড়োজাহাজে থাকা ৯ প্রাপ্তবয়স্ক যাত্রী ও এক শিশু মারা গেছে। এ ছাড়া পাইলট ও সহপাইলটও প্রাণ হারিয়েছেন।

 

স্থানীয় সংবাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটিতে আগুন ধরে গিয়েছিল। এতে পেরু ও বলিভিয়াসংলগ্ন ব্রাজিল সীমান্তের কাছে দুর্গম এলাকায় জঙ্গলে আগুন ছড়িয়ে পড়ে।উড়োজাহাজে থাকা যাত্রীদের অনেকেই চিকিৎসা নিতে আক্রে প্রদেশে এসেছিলেন। চিকিৎসার পর উড়োজাহাজে করে তাঁরা পার্শ্ববর্তী আমাজোনাস প্রদেশে ফিরছিলেন।এর আগে গত সেপ্টেম্বর মাসে দেশটিতে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। ওই ঘটনায় নিহত হয়েছিলেন ১৪ জন। আমাজোনাস প্রদেশের বার্সেলোস শহরে ঘূর্ণিঝড়ের সময় অবতরণ করতে গিয়ে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছিল।তবে এরও আগে গত জুন মাসে কলম্বিয়ার আমাজন জঙ্গলে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছিল। ওই ঘটনায় উড়োজাহাজে থাকা চার শিশু বেঁচে যায়। তারা ৪০ দিন জঙ্গলে ছিল। পরে তাদের উদ্ধার করা হয়।