মহাখালী টার্মিনাল: কম যাত্রী নিয়েও বাস ছাড়ছে এনা, অন্যরা বসে আছে

মহাখালী টার্মিনাল: কম যাত্রী নিয়েও বাস ছাড়ছে এনা, অন্যরা বসে আছে

গণমাধ্যম জাতীয় বাংলাদেশ

ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচলকারী এনা পরিবহনের বাসগুলোর আসন ৪০টি করে। তবে যাত্রী তেমন একটা নেই। এ কারণে ৩০ যাত্রী পেলেই গন্তব্যের উদ্দেশে মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে এই পরিবহন কোম্পানির বাস।

বিএনপির তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ মঙ্গলবার। এ কারণে যাত্রীর সংখ্যা কম বলে জানালেন মহাখালী বাস টার্মিনালে থাকা বাসচালক ও বিভিন্ন পরিবহনের কর্মীরা।তবে ৩০ যাত্রী পেতেও বেগ পেতে হচ্ছে বলে জানালেন ঢাকা-ময়মনসিংহ রুটের এনা পরিবহনের সহকারী ব্যবস্থাপক এস এম খালেদ। তিনি জানান, ভোর পাঁচটা থেকে তাঁদের বাস ছাড়া শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টার মধ্যে অন্তত ৩০টি বাস ময়মনসিংহের উদ্দেশে ছাড়ার কথা ছিল, কিন্তু ছেড়েছে মাত্র পাঁচটি।

 

একেকটি বাসে ৩০ যাত্রী পেতেই ঘণ্টাখানেক সময় লাগছে বলে তিনি জানান।তবে মহাখালী বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া অন্য বাস কোম্পানিগুলোর ভিন্ন চিত্র। যাত্রী না থাকায় তারা বাস প্রস্তুত রাখলেও সাড়ে ১০টা পর্যন্ত কোনো বাস ছাড়তে পারেনি। সকাল সোয়া ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৪৫ মিনিটে মহাখালী টার্মিনাল থেকে এনা পরিবহনের একটি বাস বাদে অন্য কোনো পরিবহনের বাস ছাড়তে দেখা যায়নি।সরেজমিনে দেখা যায়, টার্মিনালের ভেতর ও বাইরের সড়কে বিভিন্ন কোম্পানির বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে। বাসচালক ও পরিবহনের শ্রমিকেরা গল্প করে, আড্ডা দিয়ে, মুঠোফোনে স্বজন ও পরিচিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে অলস সময় কাটাচ্ছেন।

টার্মিনালের দক্ষিণ প্রান্তে (যে অংশ থেকে বাস বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়) নেত্রকোনা, হালুয়াঘাট, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও ময়মনসিংহগামী বিভিন্ন পরিবহনে বাসগুলো দাঁড় করিয়ে রাখা হয়েছে। তবে অন্য সময়ের মতো যাত্রীদের ডাকাডাকি কিংবা ভাড়া নিয়ে দর–কষাকষি করতে কাউকে দেখা যায়নি।ময়মনসিংহের ফুলবাড়িয়া গন্তব্যে যায় আলম এশিয়া পরিবহনের বাস। এই পরিবহনের একটি বাসের চালক জাহাঙ্গীর আলম জানান, তাঁর গাড়ি ভোর সাড়ে পাঁচটায় ছাড়ার কথা ছিল। কিন্তু যাত্রী না থাকায় তিনি সাড়ে ১০টাও সেই গাড়ি ছাড়তে পারেননি।জাহাঙ্গীর আরও জানান, যদি গাড়ি ছাড়ার মতো পরিস্থিতি হয়, তাহলে সবার আগে তাঁর গাড়িও ছাড়া হবে। কিন্তু যাত্রী ছাড়া গাড়ি ছাড়া সম্ভব নয়।