প্যারিসের র‍্যাম্পে হাঁটলেন বাংলাদেশি মডেলরা

প্যারিসের র‍্যাম্পে হাঁটলেন বাংলাদেশি মডেলরা

বিনোদন

কালো-লাল জমিনের ওপর চোখধাঁধানো নকশি সুতার কারুকাজ। তার ওপর সাদা সুতায় লেখা ‘মেড ইন বাংলাদেশ’। গত বুধবার ফ্যাশন ডিজাইনার সামি আলমের ফেসবুক পেজ থেকে ভাইরাল নজরকাড়া এই ছবি। এমনই কিছু পোশাক তুলে ধরেছিলেন তিনি ২৩ অক্টোবর ফ্রান্সের প্যারিসের

ইন্টারকনটিনেন্টাল প্যারিস লা গ্র্যান্ড হোটেলের অপেরা বলরুমে অনুষ্ঠিত ‘রাইজ অব বেঙ্গল টাইগার: বাংলাদেশ-ফ্রান্স ট্রেড ইনভেস্টমেন্ট সামিট ২০২৩’ ফ্যাশন শোতে।বাংলাদেশ ও ফ্রান্সের সহযোগিতায় এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথোরিটির (বিআইডিএ) যৌথ আয়োজনে বসেছিল মিশ্র সংস্কৃতির এই ফ্যাশন আসর।

 

পুরো সংগ্রহের নাম সামি আলম রেখেছেন ‘মেড ইন বাংলাদেশ’। নকশায় ফুটিয়ে তুলেছেন দুই দেশের নানা সংস্কৃতির মেলবন্ধন। পোশাকে যেমন ছিল গ্রামবাংলার শিল্প ও সংস্কৃতির চিত্রায়ণ, তেমনি ছিল ফরাসি জীবন ও সংস্কৃতির অন্বেষণ। বাংলাদেশের হৃদয় থেকে প্যারিসের রানওয়েতে সামি আলম তুলে ধরেছেন দেশীয় কাপড়ের ভিন্ন রূপ। পরিকল্পক হিসেবে কাজ করেছেন মডেল আজরা মাহমুদ।

১৫ জন ফরাসি মডেলের সঙ্গে র‍্যাম্পে হেঁটেছেন বাংলাদেশি ৫ মডেল—লাক্স সুপারস্টার ও মডেল মাশিয়াত রহমান, শিরিন আক্তার শিলা, মীর মারিয়াম, সিম্মি তাসপিয়া ও আফসানা স্পৃহা।