মনোনয়নপত্র জমা দিয়েছেন মুরাদ হাসান

মনোনয়নপত্র জমা দিয়েছেন মুরাদ হাসান

জাতীয় দেশ জুড়ে বাংলাদেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের কাছে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল।

 

এ বিষয়ে সাখাওয়াতুল আলম মুকুল বলেন, এই উপজেলার মানুষ চান মুরাদ হাসান আবারো এমপি হোক। তাই নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের চাপেই মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। আশা করছি সাধারণ ভোটাররা মুরাদ হাসানকে আবারো বিপুল ভোটে জয়ী করবে।

 

 

এ বিষয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার বলেন, এখন পর্যন্ত ছয়জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ৪ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের এ বিষয়ে শুনানি হবে।