হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

অর্থনীতি দেশ জুড়ে বাংলাদেশ

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

 

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে হিলি স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বড়দিন উপলক্ষে প্রতি বছর আন্তর্জাতিকভাবে এ দিনটি পালিত হয়।

 

 

দুই দেশের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার সকাল থেকে ফের আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।