পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই চাচাতো ভাই নিহত

পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই চাচাতো ভাই নিহত

Uncategorized দেশ জুড়ে

পটুয়াখালীর বাউফলে জমিজমা বিরোধের জেরে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন সেলিম মুন্সি (৪০) এবং আলাউদ্দিন মুন্সি (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আপন চাচাতো ভাই সেলিম মুন্সী (৪০) ও আলাউদ্দিন মুন্সী (৫০) মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত ১০টায় নির্বাচনী প্রচারণার শেষ করে সেলিম মুন্সী বাড়িতে আসেন। এসময় চাচাতো ভাই আলাউদ্দিন মুন্সী ও তার ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। পরে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে সেলিম মুন্সী ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়ে বাড়ি যাওয়ার পর আলাউদ্দিন মুন্সীও মারা যান।

 

নিহত সেলিম মুন্সি আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রামের বাসিন্দা খোরশেদ আলম মুন্সীর ছেলে এবং আলাউদ্দিন মুন্সি একই বাড়ির বাসিন্দা মৃত আমির মুন্সীর ছেলে। বউফল সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার সাদ্দাম হোসেন জাগো নিউজকে জানান, এ ঘটনায় লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। তদন্ত প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।