শীতে খোস পাঁচড়া লক্ষণ ও প্রতিকার

শীতে খোস পাঁচড়া লক্ষণ ও প্রতিকার

গণমাধ্যম স্বাস্থ

খোসপাঁচড়া বা স্ক্যাবিস অত্যন্ত ছোঁয়াচে একটি চর্মরোগ। এটি একধরনের কীটের মাধ্যমে হয়ে থাকে। এ কীট ঠান্ডা আবহাওয়ায় বেশি দিন বেঁচে থাকতে পারে বলে গ্রীষ্মের তুলনায় শীত মৌসুমে খোসপাঁচড়ার প্রকোপ বেশি দেখা যায়।খোসপাঁচড়ার প্রাথমিক ও অতি পরিচিত লক্ষণ হচ্ছে চুলকানি। বিশেষ করে রাতে চুলকানি বেড়ে যায়। এ ছাড়া লাল ক্ষুদ্র ফুসকুড়ি দেখা দিতে পারে। হাত-পায়ের আঙুলের মাঝখানে, চামড়া, ঊরু বা যৌনাঙ্গের ত্বকের ভাঁজে, কবজি বা হাঁটুর বাঁকানো স্থানে, কোমর বা স্তনের চারপাশের জায়গায় এসব ফুসকুড়ি দেখা দিতে পারে।কাদের বেশি হয়মূলত যাঁরা ঘনবসতি ও জনাকীর্ণ জায়গায় বাস করেন, তাঁদের খোসপাঁচড়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। এ ক্ষেত্রে শিশুরা আক্রান্ত হয় বেশি। এ ছাড়া স্কুল-মাদ্রাসার ছাত্রাবাস ও এতিমখানায় অবস্থান করা শিশুদেরও খোসপাঁচড়া বেশি দেখা যায়

করণীয়
● খোসপাঁচড়ার চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হয়ে পারমিথ্রিন ক্রিম বা বেনজাইল বেনজোয়েট লোশন ইত্যাদি সঠিক নিয়মে ব্যবহার করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে, এ চিকিৎসা যেন পরিবারের সবাই একসঙ্গে পেয়ে থাকেন।

● খোসপাঁচড়া ছোঁয়াচে রোগ হওয়ায় এর বিস্তাররোধে কমপক্ষে ৩০ মিনিট গরম পানিতে বাসার চাদর, তোয়ালে ও কাপড় পরিষ্কার করতে হবে। জামাকাপড় ও নিয়মিত ব্যবহৃত জিনিসপত্র প্রতিদিন সাবান দিয়ে ধুতে হবে।

● শিশুদের যেসব খেলনা পানি দিয়ে ধোয়া সম্ভব নয়, সেগুলো এক সপ্তাহের জন্য প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে ভালোভাবে মুখ আটকে রাখা যেতে পারে।

● সংস্পর্শে আসা ব্যক্তির মধ্যে খোসপাঁচড়া দেখা দিলে অন্যদেরও এ বিষয়ে সজাগ থাকা জরুরি।
কখন চিকিৎসকের কাছে যাবেন
● খোসপাঁচড়ার চিকিৎসা করা হয়েছে কিন্তু এক মাস পরও এর উপসর্গ বা ত্বকের সমস্যার সমাধান না হলে।

● শরীরে ব্যাকটেরিয়া সংক্রমণের লক্ষণ দেখা দিলে, যেমন পুঁজের সঙ্গে লালচে ভাব বা ঘা হলে।

● খোসপাঁচড়ার চিকিৎসায় দেওয়া নির্ধারিত ওষুধগুলো পার্শ্বপ্রতিক্রিয়ার সৃষ্টি করলে।