কম্পিউটার থেকে প্রতি সেকেন্ডে ৮০ গিগাবাইট গতিতে তথ্য স্থানান্তর করা যাবে

কম্পিউটার থেকে প্রতি সেকেন্ডে ৮০ গিগাবাইট গতিতে তথ্য স্থানান্তর করা যাবে

বিজ্ঞান ও প্রযুক্তি

ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে ইউএসবি কেব্‌লের মাধ্যমে স্মার্টফোন ও কম্পিউটার থেকে তথ্য, ছবি, অডিও বা ভিডিও ফাইল স্থানান্তর করেন অনেকেই। তবে ফাইলের আকার বড় হলে বা একসঙ্গে একাধিক ফাইল আদান-প্রদান করলে তথ্য স্থানান্তরে বেশি সময় প্রয়োজন হয়। এর ফলে প্রয়োজনের সময় চাইলেও দ্রুত তথ্য স্থানান্তর করা যায় না।

 

উইন্ডোজ ব্যবহারকারীদের এ সমস্যা সমাধানে ইউএসবি কেব্‌লের মাধ্যমে প্রতি সেকেন্ডে ৮০ গিগাবাইট গতিতে তথ্য স্থানান্তরের সুযোগ চালু করতে যাচ্ছে মাইক্রোসফট। এরই মধ্যে এ সুবিধার কার্যকারিতা পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফট জানিয়েছে, ‘উইন্ডোজ ১১ ইনসাইডার প্রিভিউ’তে ইউএসবি সি কেব্‌লের মাধ্যমে পরীক্ষামূলকভাবে উচ্চগতিতে তথ্য স্থানান্তর করা যাচ্ছে। ‘ইউএসবি-ফোর’–সমর্থিত এ সুবিধা কাজে লাগিয়ে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার থেকে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৮০ গিগাবাইট গতিতে তথ্য স্থানান্তর করা যাবে।

 

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ইউএসবির নতুন সংস্করণ ‘ইউসএসবি-ফোর (ভার্সন ২)’ উন্মুক্ত করা হয়। এর মাধ্যমে প্রতি সেকেন্ড সর্বোচ্চ ৮০ গিগাবাইট গতিতে তথ্য স্থানান্তর করা সম্ভব। এর পর থেকেই উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এ প্রযুক্তি যুক্ত করতে কাজ করছে মাইক্রোসফট। প্রাথমিকভাবে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে এ সুবিধা চালু করা হতে পারে।