অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো বাংলাদেশ

খেলাধুলা

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরুর মাত্র একদিন আগে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে অসিদের নাস্তানাবুদ করে অর্ধেক করে গেছেন বাংলাদেশের বোলাররাই। প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে মাত্র ১৬৫ রানে গুটিয়ে দিয়েছে তারা। সহজ লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে ৫ উইকেটে জয় পেয়েছে মাহফুজুর রহমান রাব্বির দল।বৃহস্পতিবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।

 

ব্যাটিংয়ে নেমে মারুফ মৃধা, রোহানাত দৌল্লা বর্ষণ ও মাহফুজুর রহমান রাব্বির দাপুটে বোলিংয়ে শুরু থেকেই উইকেট হারাতে থাকে অসিরা। দলীয় ৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। ওপেনার হ্যারি ডিক্সনকে ৩ রানের বেশি করতে দেননি মারুফ মৃধা।৩১ বলে ২৭ রান করা আরেক ওপেনার স্যাম কোঞ্জটাসকে ফেরান রাফিউজ্জামান রাফি। দলের হয়ে সর্বোচ্চ ৬০ বলে ৪৬ রান করেন হারজাস সিং। তাকে আসরাফউজ্জানের ক্যাচ বানান রাব্বি। এছাড়া ৫৭ বলে ৩১ রান করেন অধিনায়ক হজ ওয়েবগেন। ২৮ রান করেছেন করি ওয়াসলি। বাংলাদেশের হয়ে বর্ষণ তুলে নেন ৪ উইকেট। ২টি উইকেট পেয়েছেন রাব্বি। অবশেষে ৩৭.১ ওভারে ১৬৫ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

 

জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন এশিয়া কাপে টুর্নামেন্টসেরা ব্যাটার আশিকুর রহমান শিবলি ও আদিল বিন সাদিক। উদ্বোধনী জুটিতে ৩৭ রান তোলেন তারা। এরপর ২৭ বলে ২০ করে আউট হয়ে যান সাদিক। শিবলি করেন ২৫ বলে ১৯। দুর্দান্ত ফিফটি করেন চৌধুর মোহাম্মদ রিজওয়ান। ৩ বাউন্ডারি ২ ছক্কায় ৫৯ বলে ৫৩ রান করেন তিনি। এছাড়া ২৯ বলে ২৩ রান করেন জিসান আলম। অবশেষে মাত্র ৩২.১ ওভারেই অসিদের দেওয়া লক্ষ্য টপকে যায় বাংলাদেশ।