ব্যাটিং অনুশীলনে সিরিয়াস সাকিব, ছোট ভুলও শুধরে নিলেন কোচের কাছে

ব্যাটিং অনুশীলনে সিরিয়াস সাকিব, ছোট ভুলও শুধরে নিলেন কোচের কাছে

খেলাধুলা

সাকিব আল হাসানের চোখের সমস্যার কথা এখন কমবেশি সবারই জানা। বোলিং ফিল্ডিংটা ঠিকঠাক করতে পারলেও ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারের। সেই বিশ্বকাপ থেকে বয়ে বেড়াচ্ছেন চোখের সমস্যাটি। চেন্নাই, লন্ডন, সিঙ্গাপুর দৌড়াদৌড়ি করেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। বিপিএলেও ব্যাটিংয়ে ভুগছেন।

 

দুই ম্যাচে ২ রান করে আউট হন। গতকাল (শনিবার) দুরন্ত ঢাকার বিপক্ষে দল ৮ উইকেট হারালেও ব্যাটিংয়ে নামেননি রংপুর রাইডার্সের তারকা অলরাউন্ডার। তবে এত সীমাবদ্ধতার মধ্যেও সাকিব নিজের ব্যাটিংটা ঠিক করার চেষ্টা করছেন। আজ (রোববার) নেট অনুশীলনে ব্যাট হাতে ভীষণ সিরিয়াস দেখা গেলো সাকিবকে। ছোটখাটো ভুল হলেই কোচ সোহেল ইসলামের কাছে ছুটে যাচ্ছিলেন। কোচ বারকয়েক বুঝিয়েও দিলেন, কোন জায়গায় ঘাটতি দেখা যাচ্ছে।

 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আনসার ক্যাম্পের পাশের উইকেটে প্রায় আধ ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব। শেষটা করেছেন ডাউন দ্য উইকেটে গিয়ে পাওয়ার হিটিং প্র্যাকটিসে। রংপুর রাইডার্সের পরের ম্যাচ মঙ্গলবার। হাইভোল্টেজ লড়াইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোকাবেলা করবে সাকিব-সোহানদের দল।