শ্রুতি আলাপন

শ্রুতি আলাপন

সাহিত্য

শ্রুতি আলাপন

ড. মানসী দাস

অচেনা পথ থেকে ধীরে ধীরে চলতে চলতে
চেনা পথের রেখা পর্যন্ত নিয়ে যেতে
যে দূরত্ব টুকু পার করে এসেছিলাম,
সেখানে আজ কাঁটা তারের বিশ্রাম |
শুধু ওপারে পড়ে আছে কিছু টুকরো স্মৃতির ধ্বংস স্তুপ ,
আর এপারে রয়ে গেছে মৃদু স্বরের ক্ষীণ সংলাপ |
সাক্ষাতে নেই সেই দৃষ্টির কথপোকথন,
নেই দূরাভাষে কোনো শ্রুতি আলাপন |
তবুও কখনও আকাশ কালো মেঘে ঢেকে গেলে
কিংবা অঝর ধারায় বৃষ্টি নামলে……
মন কেমনের বিকেল গুলো ছুটে যায়,
সেই অচেনা অথচ চির চেনা সীমানায় |
মনে হয় হঠাৎ মেঘ ভেঙে মাটিতে পড়বে
আর সব ব্যবধান ধুয়ে মুছে এক হয়ে যাবে |
আধাঁর মাখা বিকেল হয়তো আবার আলো খুঁজে পাবে
আর গোধুলির রং তার কপোল রাঙিয়ে দেবে |
যদি সত্যি এমন কখনো হতো
তবে ভুলে যাওয়া কবিতার ছন্দ মিলে যেতো |
আর অতি চেনা স্পর্শের সুবাস আঁচলে জড়িয়ে
না পাওয়ার সব কষ্টগুলো যেত দূরে হারিয়ে |