বিপিএলে কে কত টাকা পুরস্কার পেলেন

বিপিএলে কে কত টাকা পুরস্কার পেলেন

খেলাধুলা

বিপিএলের এবারের আসর শেষ হয়েছে। শুক্রবার (১ মার্চ) ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়রথ থামিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে ফরচুন বরিশাল। আসরের ফাইনালেও ছিল পুরস্কারের ছড়াছড়ি। বেশিরভাগ পুরস্কারই গেছে বরিশালের ক্রিকেটারদের ঝুলিতে।এরইমধ্যে বিসিবি জানিয়েছে, গত আসরের মতো এবার চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল পেয়েছে সর্বোচ্চ দুই কোটি টাকা পুরস্কার। রানার্সআপ কুমিল্লা ভিক্টোরিয়ান্স পাচ্ছে এক কোটি টাকা।বিপিএলের দশম আসরের টুর্নামেন্ট সেরা হয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

 

এর পাশাপাশি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে তিনি মোট জিতেছেন ১৫ লাখ টাকা।ফাইনালে সেরা ক্রিকেটার কাইল মায়ার্স দলের শিরোপা জিততে অলরাউন্ডার পারফরম্যান্স করেছেন। বল হাতে ১ উইকেটের পর ব্যাট হাতে খেলেছেন ৪৬ রানের ইনিংস। ফাইনালের ম্যাচ সেরার পুরস্কার হিসেবে মায়ার্স পেয়েছেন ৫ লাখ টাকা।টুর্নামেন্টের সেরা ফিল্ডার হিসেবে দুরন্ত ঢাকার হয়ে নাঈম শেখ পেয়েছেন ৩ লাখ টাকা। টুর্নামেন্টে সর্বোচ্চ ৮টি ক্যাচ নিয়েছেন নাঈম। একই দলের শরিফুল ইসলাম টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকার করেছেন। ১২ ম্যাচে তার শিকার ২২ উইকেট।

 

তিনি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার।টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ১৫ ম্যাচে ৩ হাফ সেঞ্চুরিতে তামিমের রান ৪৯২। সর্বোচ্চ রান সংগ্রাহকে হয়ে পেয়েছেন ৫ লাখ টাকা। শুধু এটাই নয় হয়েছেন টুর্নামেন্ট সেরাও। পুরো আসর জুড়ে দারুন ক্রিকেট খেলার পাশাপাশি দলকেও নেতৃত্ব দিয়েছেন তামিম। তাই টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হিসেবে তার হাতে উঠেছে আরও ১০ লাখ টাকার পুরস্কার।