সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতেছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচের মতোই এবারও শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বাংলাদেশ দল একই দল নিয়ে খেলতে নামছে। অন্যদিকে শ্রীলঙ্কা দলে পরিবর্তন হয়েছে একটি।
প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।
শ্রীলঙ্কা একাদশ:
আভিষ্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, বিনুরা ফার্নান্ডো, মাথিশা পাথিরানা।
